নতুন বছরের শুরুতেই তাদের সমস্ত ইলেকট্রিক স্কুটার আপডেট করেছে এথার এনার্জি (Ather Energy)। বেঙ্গালুরুর এই ইভি নির্মাতা তাদের ফ্ল্যাগশিপ তথা সবচেয়ে দামি মডেল, 450 Apex কিছু পরিবর্তনের সঙ্গে বাজারে এনেছে। তবে দাম একই রাখা হয়েছে। আগের মতোই দেশের বাজারে এই বৈদ্যুতিক স্কুটার কিনতে খরচ হবে 1.99 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
2025 Ather 450 Apex লঞ্চ হল
450X মডেলটির পাশাপাশি এথার তাদের 450 Apex মডেলে মাল্টি-লেভেল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যুক্ত করেছে। এতে তিনটি মোড রয়েছে – রেন, রোড, এবং র্যালি। রাইডিং কন্ডিশনের উপর এগুলির ব্যবহার নির্ভর করছে। নিজের হাতে স্কুটারের সম্পূর্ণ নিয়ন্ত্ৰণ রাখতে চাইলে এই ব্যবস্থা অফ করার সুবিধা থাকছে। ফিচার্স রয়েছে ফুল-এলইডি লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি সহ টিএফটি ডিসপ্লে এবং গুগল নেভিগেশন।
450এক্স ও 450 অ্যাপেক্স উভয় ইলেকট্রিক স্কুটারের জন্য MRF-এর সঙ্গে মিলে বিশেষ টায়ার তৈরি করেছে এথার। নতুন এই টায়ারের নাম জ্যাপার এন ই-ট্রেড টায়ার। এটি কম রোলিং অ্যাসিস্টেন্সের জন্য বাস্তবিক পরিস্থিতিতে বেশি রেঞ্জ সরবরাহ করবে বলে দাবি কোম্পানির। নতুন টায়ার ব্যবহারের ফলে ট্রু ব্যাটারি রেঞ্জ 105 কিলোমিটার থেকে বেড়ে 130 কিলোমিটার হয়েছে।
এছাড়া, অন্যান্য স্পেফিকেশন অপরিবর্তিত। এথার 450 অ্যাপেক্স 2.9 সেকেন্ডে 0-40 কিলোমিটার/ঘন্টা গতি তুলতে সক্ষম। এটি প্রতি ঘন্টায় 100 কিলোমটার গতিতে পৌঁছতে পারে। স্বচ্ছ সাইড প্যানেল থাকার ফলে স্কুটারটির অ্যালুমিনিয়াম সাব-ফ্রেম বাইরে থেকে দৃশ্যমান। কমলা অ্যালয় হুইল লুকসে আলাদা মাত্রা যোগ করেছে।