অটোকার

10 বছরের অপেক্ষার অবসান, ঝড় তুলতে আসছে নতুন Pulsar RS200, দাম কত হবে

Published on:

2025 Bajai pulsar rs200 teased ahead of launch price specs expected

Pulsar RS200 যখন 2015 সালের এপ্রিলে প্রথম বাজারে এসেছিল, রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। তারপর কেটে গিয়েছে প্রায় দশ বছর। ফলে প্রযুক্তির দিক থেকে বেশ পুরনো হয়ে গিয়েছে এই বাইক। তাই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী কয়েকদিনের মধ্যে Pulsar RS200-এর আপডেটেড ভার্সন লঞ্চ করতে চলেছে বাজাজ। বাইকের ডিজাইন কেমন হবে অফিশিয়াল টিজারে সেই ইঙ্গিত দিয়েছে সংস্থা।

2025 Bajaj Pulsar RS200 লঞ্চ হবে শীঘ্রই

বাজাজ পালসার আরএস200 কবে লঞ্চ হবে সেটা এখনও ঘোষণা হয়নি। তবে আগামী সপ্তাহেই নতুন ভার্সন প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে। টিজারে ইঙ্গিত, বাইকের ডিজাইনে বেশি পরিবর্তন আসবে না। দেখতে একরকম থাকবে। তবে নতুন কালার স্কিম এবং গ্রাফিক্স যোগ হয়ে লুকস আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Community Join Now

নতুন পালসারে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যাবে যা আগের সেমি-অ্যানালগ ক্লাস্টারকে প্রতিস্থাপন করবে। এটি ব্লুটুথ কানেক্টিভিটি সমর্থন করবে বলে আশা করা যায়। ফলে রাইডার পালসার এনএস200-এর মতো নেভিগেশন, কল/এসএমএস এবং নোটিফিকেশন এলার্ট পাবেন।

পারফরম্যান্সের দিক থেকে Pulsa RS200 অপরিবর্তিত থাকতে চলেছে। আগের মতো 199.5 সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে বাইকটি। ইঞ্জিন থেকে মিলবে 24.1 হর্সপাওয়ার ও 18.7 নিউট্রন মিটার টর্ক। নতুন ভার্সনের দাম 5,000 টাকা থেকে 6,000 টাকা বাড়তে পারে। উল্লেখ্য, পালসার আরএস200 কিনতে বর্তমানে 1.75 লক্ষ (এক্স-শোরুম) টাকা খরচ হয়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন