Pulsar RS200 যখন 2015 সালের এপ্রিলে প্রথম বাজারে এসেছিল, রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। তারপর কেটে গিয়েছে প্রায় দশ বছর। ফলে প্রযুক্তির দিক থেকে বেশ পুরনো হয়ে গিয়েছে এই বাইক। তাই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী কয়েকদিনের মধ্যে Pulsar RS200-এর আপডেটেড ভার্সন লঞ্চ করতে চলেছে বাজাজ। বাইকের ডিজাইন কেমন হবে অফিশিয়াল টিজারে সেই ইঙ্গিত দিয়েছে সংস্থা।
বাজাজ পালসার আরএস200 কবে লঞ্চ হবে সেটা এখনও ঘোষণা হয়নি। তবে আগামী সপ্তাহেই নতুন ভার্সন প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে। টিজারে ইঙ্গিত, বাইকের ডিজাইনে বেশি পরিবর্তন আসবে না। দেখতে একরকম থাকবে। তবে নতুন কালার স্কিম এবং গ্রাফিক্স যোগ হয়ে লুকস আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করা হচ্ছে।
নতুন পালসারে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যাবে যা আগের সেমি-অ্যানালগ ক্লাস্টারকে প্রতিস্থাপন করবে। এটি ব্লুটুথ কানেক্টিভিটি সমর্থন করবে বলে আশা করা যায়। ফলে রাইডার পালসার এনএস200-এর মতো নেভিগেশন, কল/এসএমএস এবং নোটিফিকেশন এলার্ট পাবেন।
পারফরম্যান্সের দিক থেকে Pulsa RS200 অপরিবর্তিত থাকতে চলেছে। আগের মতো 199.5 সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে বাইকটি। ইঞ্জিন থেকে মিলবে 24.1 হর্সপাওয়ার ও 18.7 নিউট্রন মিটার টর্ক। নতুন ভার্সনের দাম 5,000 টাকা থেকে 6,000 টাকা বাড়তে পারে। উল্লেখ্য, পালসার আরএস200 কিনতে বর্তমানে 1.75 লক্ষ (এক্স-শোরুম) টাকা খরচ হয়।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.