Bajaj ভারতে এই সপ্তাহেই নতুন Pulsar RS 200 লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সংস্থাটি এখন পর্যন্ত যে কয়েকটি টিজার প্রকাশ করেছে তাতে নয়া মডেলের আপডেটগুলি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে, এখন RS 200-এর নতুন সংস্করণের বেশ কিছু ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। যেগুলি এই ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইকে যুক্ত হওয়া পরিবর্তনগুলি প্রকাশ করেছে। চলুন দেখে নিই 2025 Pulsar RS 200 কী কী অফার করবে।
পালসার আরএস 200-এর সবচেয়ে বড় পরিবর্তনটি একটি নতুন টেল ল্যাম্পের আকারে এসেছে। এটি আগের উল্লম্বভাবে অবস্থিত টেলল্যাম্পের থেকে দেখতে আলাদা। নতুন টেইল ল্যাম্প অ্যাসেম্বলিতে লাইসেন্স প্লেট হোল্ডারের পাশে এক জোড়া ছোট বুমেরাং আকৃতির লাইট রয়েছে। আগে আলাদা টার্ন ইন্ডিকেটর থাকলেও নতুন ভার্সনে সেটি টেলল্যাম্পে একত্রিত থাকতে দেখা গিয়েছে।
RS 200-এর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হল, নেগেটিভ এলসিডি কনসোল। এটি বর্তমান মডেলের সেমি-ডিজিটাল ইউনিটকে রিপ্লেস করছে। নতুন ডিসপ্লেটি অন্যান্য পালসারে উপলব্ধ ডিসপ্লের মতো দেখাচ্ছে। এটি স্মার্টফোন কানেক্টিভিটি ও নেভিগেশন সাপোর্ট করবে বলে আশা করা যায়। বাজাজ নতুন রঙ যুক্ত করতে পারে নতুন পালসারে। যার মধ্যে একটি হল লাল এবং সাদা পেইন্ট স্কিম।
এছাড়া, অন্যান্য ক্ষেত্রে বাজাজ পালসার আরএস 200 অপরিবর্তিত থাকবে বলে অনুমান। পারফরম্যান্সের জন্য বাইকে 199.5 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন মিলবে। এটি 24.1 হর্সপাওয়ার এবং 18.7 এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। গিয়ারবক্সের সংখ্যা ছয়। বর্তমানে এই বাইক কিনতে খরচ হয় 1.74 লক্ষ টাকা (এক্স-শোরুম)। নতুন মডেলের দাম 3000-5000 টাকা বাড়তে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.