লঞ্চ হল Hero Karizma XMR 210 এর টপ ভ্যারিয়েন্ট, TFT স্ক্রিন সহ রয়েছে একাধিক কন্ট্রোল

হিরো মোটোকর্প আজ ভারতে Karizma XMR 210 এর দুটি নতুন হাই-স্পেক ভ্যারিয়েন্ট লঞ্চ করল। কিছু মেকানিক্যাল পরিবর্তন এবং ফিচার আপগ্রেড সহ 2025 Hero Karizma XMR বাজারে এসেছে। এর একটি নতুন টপ ভ্যারিয়েন্ট এবং একটি রেঞ্জ-টপিং কমব্যাট এডিশন আছে। এর এক্স-শোরুম দাম 2 লাখ টাকা এবং 2.02 লাখ টাকা রাখা হয়েছে। অন্যদিকে, বেস ভ্যারিয়েন্টের এক্স-শোরুম মূল্য 1.81 লাখ টাকা।
2025 Hero Karizma XMR এর ফিচার
2025 Hero Karizma XMR বাইকে ব্লুটুথ কনেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশনের সাথে নতুন TFT কালার ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেতে রাইডাররা কল এবং SMS অ্যালার্ট, ভেহিকল ব্যাটারি স্ট্যাটাস এবং মিউজিক কন্ট্রোল করার সুবিধা পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল টপ ভ্যারিয়েন্ট এবং কমব্যাট এডিশনে USD ফ্রন্ট ফর্কস। কমব্যাট এডিশনে হলুদ হাইলাইট সহ ধূসর এবং কালো পেন্ট স্কিম রয়েছে। এই রঙের সংমিশ্রণ বাইকটিকে স্পোর্টি লুক দিয়েছে এবং এর ভিজ্যুয়াল অ্যাপিলকে কিছুটা বাড়িয়েছে।
2025 Hero Karizma XMR এর ইঞ্জিন
হিরোর নতুন বাইকে 210 সিসি, লিকুইড-কূলড, DOHC ইঞ্জিন দেওয়া হয়েছে, যা 9,250 আরপিএম-এ 25 বিএইচপি পাওয়ার এবং 7,250 আরপিএম-এ 20.4 এনএম টর্ক উৎপন্ন করে। মনে রাখবেন হিরো 2025 মডেলে তাদের ইঞ্জিন ম্যাপিংয়ের কাজ করেছে কিনা, তা শুধুমাত্র এই মোটরসাইকেলের টেস্টিংয়ের রিভিউ আসার পর জানা যাবে।
Hero Karizma 210 বাইকের বিক্রি 00
গত ফেব্রুয়ারিতে হিরো স্প্লেন্ডারের 2 লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। তবে এই সময়ে কোম্পানির দুর্দান্ত মোটরসাইকেল Hero Karizma 210 ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। ফেব্রুয়ারিতে এর একটিও ইউনিট বিক্রি হয়নি বলে খবর। যেখানে এক বছর আগে অর্থাৎ ফেব্রুয়ারি 2024-এ বাইকটির মোট 2,128টি ইউনিট বিক্রি হয়েছিল।