ভারতের বাজারে হোন্ডা একমাত্র টু-হুইলার সংস্থা, যাদের ১ লাখের নীচে যেমন মডেল আছে তেমনই ৩০ লাখের বেশি মূল্যের দু’চাকা গাড়ি বর্তমান। কমিউটার বাইক, স্কুটার থেকে শুরু করে দেশে একাধিক হাই পারফরম্যান্স মোটরসাইকেল বিক্রি করে জাপানি সংস্থাটি। হোন্ডা খুব শীঘ্রই ভারতে একটি মডেল আনতে চলেছে যার নাম Honda CB650R। বাইকটির নতুন ভার্সনকে সংস্থার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে টিজ করা হয়েছে।
2025 Honda CB650R ভারত মোবিলিটি এক্সপো ইভেন্টে উন্মোচিত হতে পারে। তবে দাম ঘোষণা ও অফিসিয়াল লঞ্চ পরবর্তী কোনও সময়ে হবে বলে আশা করা হচ্ছে। এই নেকেড স্ট্রিট বাইক তার পূর্বসূরির তুলনায় একাধিক আপডেট নিয়ে এসেছে। যদিও সামগ্রিক নকশায় আগের মডেলের অনুকরণ লক্ষ্য করা যায়, হেডল্যাম্পটি কিছুটা আলাদা। ট্যাঙ্ক এক্সটেনশনগুলি এয়ার ইনটেকের মতো দেখায়।
নতুন হোন্ডা সিবি৬৫০আর-এর ট্যাঙ্ক সেকশন এখন আরও তীক্ষ্ণ। কোম্পানি বাইকটিকে একটি নতুন পাঁচ ইঞ্চি রঙিন টিএফটি স্ক্রিন দিয়ে সাজিয়েছে যা আগের থেকে বেশি ডেটা দেখায় রাইডারকে এবং ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন কানেক্টিভিটি সমর্থন করে। আর নিঃসন্দেহে লেটেস্ট মডেলের সবচেয়ে বড় আকর্ষণ হল নতুন ই-ক্লাচ সিস্টেম যা গিয়ার-শিফটিং প্রক্রিয়ার যত্ন নেয়।
হোন্ডার এই বাইকে উচ্চ পারফরম্যান্সের জন্য ৬৪৯ সিসি ইনলাইন ফোর সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ৯৪ বিএইচপি ক্ষমতা ও ৬২.৩ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। ইঞ্জিনটি সিক্স স্পিড গিয়ারবক্সে লিঙ্ক করা আছে। উন্নত ডাম্পিং ও আরামদায়ক যাত্রার জন্য বাইকটির সাসপেনশন সেটআপ আপগ্রেড করেছে হোন্ডা। উল্লেখ্য, ভারতে বিক্রি বন্ধ হওয়ার আগে সিবি৬৫০আর এর দাম ছিল ৯.১৫ লক্ষ টাকা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.