অটোকার

বাইক-প্রেমীদের রাতের ঘুম কাড়তে হাজির Honda CBR250RR, দাম কত জেনে নিন

Published on:

2025 Honda cbr250rr launched in Japan

Honda বিশ্বজুড়ে একাধিক দেশে টু-হুইলার বিক্রি করে। স্পোর্টস বাইক, ক্রুজার, অ্যাডভেঞ্চার ট্যুরার, রেট্রো মোটরসাইকেলের মতো বিভিন্ন দুই চাকা গাড়ি তৈরির জন্য সমাদৃত এই জাপানি সংস্থা। Honda তাদের হোম মার্কেটে CBR250RR নামের ফুল-ফেয়ার্ড স্পোর্টস বিক্রি করে, যার নতুন ভার্সন সদ্য লঞ্চ হয়েছে। এটি জাপানের তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে আনূষ্ঠানিকভাবে কিছু বলেনি হোন্ডা।

নতুন মডেলে কী কী আপডেট এল

Honda CBR250RR নতুন রঙে আপডেট করা হয়েছে। কোয়ার্টার-লিটার সুপারস্পোর্টস বাইকটি ট্রিপল-টোন সাদা লাল এবং নীল রঙের স্কিমে পাওয়া যাচ্ছে। আর অন্য অপশনটি নীল এবং ধূসর রঙের সাথে কালো। বাইকটি তার পরিচিত শার্প ডিজাইন ও তারুণ্যদীপ্ত বডিওয়ার্ক ধরে রেখেছে। এতে একটি ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং পিছনে রিয়ার সেট ফুটপেগ আছে।

Honda CBR250RR: ইঞ্জিন স্পেসিফিকেশন ও দাম

হোন্ডার এই বাইকে ২৪৯ সিসি টুইন-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ১৩,০০০ আরপিএমে ৪১ হর্সপাওয়ার শক্তি এবং ১১,০০০ আরপিএমে ২৫ এনএম টর্ক তৈরি করে। এটি ছয়-স্পিড গিয়ারবক্সের সাথে সংযুক্ত এবং বি ডিরেকশনাল কুইক শিফটার এবং স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ রয়েছে। সাসপেনশনের জন্য, সামনের দিকে ৩৭ মিমি শোয়া এসএফ ফর্ক ও পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক বর্তমান।

Honda CBR250RR মডেলে ফুল এলইডি লাইটিং, ডিজিটাল কনসোল, ও উভয় প্রান্তে ডুয়াল-চ্যানেল এবিএস সহ একটি করে সিঙ্গেল ডিস্ক পাওয়া যাবে। ১৭ ইঞ্চি কাস্ট অ্যালয় হুইলে দৌড়য় এই বাইক। জাপানে, বাইকটির দাম ৯,০২,০০০ জাপানি ইয়েন ধার্য করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫.১৯ লক্ষ টাকা। হোন্ডা এ দেশে মোটরসাইকেলটি লঞ্চের কথা ভাবছে কিনা তা জানা যায়নি।