অটোকার

অপেক্ষার অবসান ঘটিয়ে Honda CB650R এবং CBR650R চলে এল ভারতে, শুরু বুকিং

Updated on:

2025 honda cbr650r cb650r launched in india price specs

আজ দেশে দুটি নতুন বাইক লঞ্চ করল Honda। অবশেষে আত্মপ্রকাশ হল CBR650R এবং CB650R মোটরসাইকেলের। বড় বাইকের বাজারে হোন্ডার নতুন মডেল এগুলি। জানা গিয়েছে, Honda Big Wing শোরুম থেকে বিক্রি করা হবে বাইকগুলি। ইতিমধ্যে বুকিং উইন্ডো চালু হয়ে গিয়েছে। ডেলিভারি শুরু হবে ফেব্রুয়ারি থেকে। ভারতে হোন্ডার বড় বাইকের লাইনআপে রয়েছে CB350RS, Transalp এবং NX500 এর মতো প্রিমিয়াম মডেল।

Honda CB650R: দাম ও স্পেসিফিকেশন

Honda CB650R বাইকে রয়েছে ৬৪৯ সিসি লিকুইড কুল্ড ইন লাইন ৪ সিলিন্ডার ইঞ্জিন, যা ৯৩ হর্সপাওয়ার শক্তি এবং ৬৩ এনএম টর্ক জেনারেট করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। এছাড়া মিলবে স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচ। বাইকের সামনে রয়েছে ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন।

WhatsApp Community Join Now

ফিচারের ক্ষেত্রে দেওয়া হয়েছে সামনের চাকায় ৩১০ মিলিমিটার ফ্লোটিং ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ২৪০ মিলিমিটার সিঙ্গেল ডিস্ক ব্রেক। এছাড়া পাওয়া যাবে ডুয়াল চ্যানেল ABS, এবং ৫ ইঞ্চি TFT কালার ফুল ডিসপ্লে। বাইকের দাম রাখা হয়েছে ৯.২০ লাখ টাকা (এক্স-শোরুম)।

Honda CBR650R: দাম ও স্পেসিফিকেশন

CBR650R মডেলে CB650R-এর মতোই ৬৪৯ সিসি লিকুইড-কুলড, ইন-লাইন 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ৯৩ হর্সপাওয়ার এবং ৬৩ এনএম টর্ক উৎপন্ন করে। এতে রয়েছে সম্পূর্ণ ফেয়ার্ড বডিওয়ার্ক এবং হোন্ডার রেসিং-অনুপ্রাণিত ডিজাইন।

বাইকের সামনে মজুত শোয়া ৪১ মিলিমিটার ফর্ক এবং ডুয়াল ৩১০ মিলিমিটার ডিস্ক ব্রেক। ফিচার্স রয়েছে একটি ফুল কালার সম্পূর্ণ ডিজিটাল ৫ ইঞ্চি ডিসপ্লে। ভারতে Honda CBR650R লঞ্চ হয়েছে ৯.৯৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন