অটোকার

স্কুটার থেকে চার্জ হবে ফোনের ব্যাটারি, দুর্দান্ত ফিচার্সের সঙ্গে লঞ্চ হল নতুন Honda Dio

Published on:

2025-honda-dio-110-obd2b-compliant-scooter-launch-price-starts-at-rs-74930

নতুন বছর শুরু হতেই তাদের মডেল রেঞ্জ আপডেট করতে শুরু করল হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। জাপানি সংস্থাটির ভারতীয় শাখা Dio 110-এর নতুন মডেল লঞ্চ করেছে। নয়া মডেলটি OBD 2B কমপ্লায়েন্ট ইঞ্জিনের সঙ্গে এসেছে। এছাড়াও, প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখতে নতুন ফিচার্সও যোগ করেছে হোন্ডা। দাম শুরু হচ্ছে ৭৪,৯৩০ টাকা (এক্স-শোরুম) থেকে।

2025 Honda Dio 110 : দাম, ভেরিয়েন্ট, কালার

২০২৫ হোন্ডা ডিও ১১০ স্ট্যান্ডার্ড ও ডিএলএক্স ভেরিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে ৭৪,৯৩০ টাকা এবং ৮৫,৬৪৮ টাকা। স্কুটারটি পাঁচটি রঙের মধ্যে বেছে নেওয়া যাবে – ইম্পেরিয়াল রেড মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক + পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে, ম্যাট মার্ভেল ব্লু এবং ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক। দেশজুড়ে হোন্ডার শোরুম থেকে কেনা যাচ্ছে।

WhatsApp Community Join Now

2025 Honda Dio 110: স্পেসিফিকেশন, ফিচার্স

নতুন হোন্ডা ডিও ১১০-এর ইঞ্জিন লেটেস্ট নির্গমন বিধি মেনে তৈরি করা হয়েছে। ১০৯.৫১ সিসির সিঙ্গেল সিলিন্ডার, পিজিএম-এফআই ইঞ্জিন থেকে সর্বাধিক ৭.৮ বিএইচপি ও ৯.০৩ এনএম টর্ক পাওয়া যাবে। জ্বালানি দক্ষতা বাড়াতে আইডলিং স্টপ সিস্টেম মিলবে এই স্কুটারে। নতুন ফিচার্সের মধ্যে রয়েছে ৪.২ ইঞ্চি টিএফটি ডিজিটাল কনসোল যা মাইলেজ ইন্ডিকেটর, ট্রিপ মিটার, ইকো ইন্ডিকেটর, এবং ডিসটেন্স টু এম্পটি রেঞ্জ অফার করে। ফোন চার্জ করার জন্য মিলবে একটি টাইপ সি পোর্ট।

হোন্ডার টু-হুইলার শাখার প্রেসিডেন্ট, সিইও, এবং ম্যানেজিং ডিরেক্টর সুতসুমু ওটানি বলেন, “ডিও সর্বদাই তারুণ্যের শক্তি এবং উদ্ভাবনের সমার্থক। নতুন ডিও লঞ্চের মাধ্যমে, আমরা আধুনিক প্রযুক্তিকে সংহত করে স্কুটারের অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করার লক্ষ্য রাখি। আমরা আত্মবিশ্বাসী যে নতুন ডিও ভারতের প্রাণবন্ত যুবকদের পছন্দের পছন্দের স্কুটার হিসাবে নেতৃত্ব দেবে।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন