৬০০০ টাকার কমে সেরা তিন স্মার্টফোন, শক্তিশালী ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার, Amazon সেলে অফার

বর্তমান সময়ে বাজারে এমন অনেক ফোন আছে যাদের দাম কম থাকলেও, ফিচার নজরকাড়া। আর তার ওপর স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সেলে ই-কমার্স সাইটগুলি আরও সস্তায় স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে। তাই এই সময় আপনি যদি কোনো এন্ট্রি লেভেল ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ঢুঁ মারতে পারেন Amazon-এ। কারণ এখানে চলমান Great Freedom Festival সেলে ৬ হাজার টাকার কমে একাধিক স্মার্টফোন বিক্রি হচ্ছে। ডিভাইসগুলি সরাসরি ছাড় সহ ব্যাঙ্ক কার্ড অফার ও এক্সচেঞ্জ অফার সহ কেনা যাচ্ছে।
Amazon সেলে ৬ হাজার টাকার কম দামের স্মার্টফোন
Lava Bold N1
লাভার এই ফোনে আছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ ৬.৭৫ ইঞ্চি বড় ডিসপ্লে। এছাড়া পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, Unisoc প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। ৬,০০০ টাকার কমে বিক্রি হওয়া সেরা স্মার্টফোনের লিস্টে প্রথম থাকা এই ডিভাইসের দাম সেলে রাখা হয়েছে মাত্র ৫,৯৯৯ টাকা।
Tecno POP 9
কমপ্যাক্ট ও স্টাইলিশ ডিজাইনের Tecno POP 9 হ্যান্ডসেটে আছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৫০ প্রসেসর ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর সাথে পাওয়া যাবে IP54 রেটিং ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে এটি ৫,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে।
itel ZENO 10
itel ZENO 10 ডিভাইসটিও সেলে ৫,৮৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে রয়েছে ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ ও অক্টা-কোর প্রসেসর। এছাড়া ফোনটি ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এতে ভার্চুয়াল র্যাম সহ মোট ১২ জিবি র্যাম পাওয়া যাবে