গত সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে ছবি রিলিজের পর আজ আনুষ্ঠানিকভাবে ভারতে 2025 Honda Livo লঞ্চ করল হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া। এই জনপ্রিয় কমিউটার বাইকের নতুন ভার্সনের দাম শুরু হচ্ছে ৮৩,০৮০ টাকা থেকে। নয়া সংস্করণে বাইকটির ইঞ্জিন OBD2B নীতি মেনে আপগ্রেড হয়েছে। বাইকটি দুই ভ্যারিয়েন্টে এসেছে। টপ মডেলে ডিস্ক ব্রেক এবং বেস মডেলে ড্রাম ব্রেক রয়েছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে Honda Livo-তে যুক্ত হয়েছে একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
২০২৫ হোন্ডা লিভো ড্রাম ও ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে ৮৩,০৮০ টাকা ও ৮৫,৮৭৮ টাকা (এক্স-শোরুম)। বাজারচলতি মডেলের তুলনায় যথাক্রমে ১৪২৯ টাকা ও ২২৭ টাকা বেশি খরচ হবে ক্রেতাদের। কমলা স্ট্রাইপের সাথে পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ব্লু স্ট্রাইপের সাথে পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং পার্ল সাইরেন কালার অপশনে নতুন লিভো কেনা যাবে।
নতুন হোন্ডা লিভো বাইকে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে যা পুরনো ডিজি-অ্যানালগ ইউনিটকে রিপ্লেস করছে। এটি রিয়েল-টাইম মাইলেজ ইন্ডিকেটর সহ নানা রিডআউট অফার করবে। পাশাপাশি, আগের মতো সার্ভিস ডিউ ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সেন্সর থাকছে।
এই মোটরসাইকেলে ৭,৫০০ আরপিএমে ৮.৬৭ বিএইচপি এবং ৫,৫০০ আরপিএমে ৯.৩০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম ১০৯.৫১ সিসির ওবিডি-২বি কমপ্লায়েন্ট ইঞ্জিন বর্তমান। গিয়ার চারটি। হোন্ডা লিভোর সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিজনে হাইড্রোলিক শক অ্যাবজর্ভার আছে। সামনের চাকায় ২৪০ মিমি ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ১৩০ মিমি ড্রাম ব্রেক পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.