সদ্য বাজারে এসেছে নতুন মোটরসাইকেল Honda Shine 100। তবে বাইকটি একেবারে নতুন বললে ভুল হবে, সম্প্রতি এটির আপডেটেড ভার্সন লঞ্চ করেছে কোম্পানি। দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। নিত্য যাত্রীদের কথা মাথায় রেখে যন্ত্রাংশ সাজানো হয়েছে বাইকে। তবে ঠিক কী কী কারণে এই বাইক বাড়ি আনতে পারেন আপনি। চলুন জেনে নেওয়া যাক।
কালো এবং কমলা দুটি রং যোগ হয়েছে বাইকে। এর আগে ছিল কালো এবং গোল্ড। এছাড়াও, বাইকে আরও একাধিক রঙের বিকল্প রয়েছে। যেমন, কালো ও লাল, কালো ও নীল, কালো, সবুজ-সহ ধূসর রং। সাদামাটা ডিজাইন হলেও রঙের বিকল্প একাধিক রয়েছে।
এই বাইকে রয়েছে ৯৯.৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৭.২৮ হর্সপাওয়ার এবং ৮.০৪ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিন ভারত সরকারের নতুন নির্গমন বিধি অনুযায়ী OBD2B আপডেটেড। সঙ্গে রয়েছে চার গতির গিয়ারবক্স। প্রতি লিটার পেট্রোলে ৫৫ থেকে ৬০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।
কম্বি ব্রেকিং সিস্টেম-সহ বাইকের দু’প্রান্তেই রয়েছে ড্রাম ব্রেক। বাইকের ভারসাম্য রক্ষার জন্য সাসপেনশন রয়েছে সামনে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে শক অ্যাবসর্বার।
বাইকের নতুনত্ব বলতে, এটির হেডল্যাম্প, ফুয়েল ট্যাংক এবং সাইড ফেয়ারিংয়ে নতুন গ্রাফিক্স যোগ করা হয়েছে। অ্যালমুনিয়াম গ্র্যাব রেইল ও সিঙ্গেল পিস সিট রয়েছে। বাইকে খুব বেশি ফিচার্স না থাকায় ইঞ্জিনের উপর বাড়তি চাপ পড়ে না, ফলে কম তেলে বেশি মাইলেজ পাওয়া যাবে।
নতুন হোন্ডা সাইন ১০০ এর দাম আগের মডেলের তুলনায় ১,৮৬৭ টাকা বেশি। এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৬৮,৭৬৭ টাকা। দাম এবং উক্ত সুবিধাগুলির কারণে এই বাইক নিত্য রাইডারদের জন্য ভালো বিকল্প হতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.