অ্যাডভেঞ্চার-প্রেমীদের জন্য নতুন 390 Adventure S লঞ্চ করতে চলেছে KTM। এই বাইক ভারতে লঞ্চ হবে ৩০ জানুয়ারি। এর পাশাপাশি KTM 390 Enduro R মোটরসাইকেলটিও একই দিনে বাজারে আসতে পারে। বর্তমানে, দেশের বাজারে অন্যতম জনপ্রিয় হাই-টেক অ্যাডভেঞ্চার বাইক KTM 390 ADV। দুর্গম ও পাথুরে রাস্তায় অনবদ্য ভারসাম্য দিতে পারে এই বাইক। আশা করা হচ্ছে, আসন্ন আপডেটেড ভার্সনে আরও উন্নত হার্ডওয়্যার ও ইঞ্জিন পাওয়া যাবে।
জানা গিয়েছে, নতুন KTM 390 Adventure S মডেলে থাকবে স্টিল ট্রেলিস ফ্রেম, সাসপেনশনের জন্য সামনে অ্যাডজাস্টেবেল ৪৩ মিলিমিটার ডব্লিউপি অ্যাপেক্স ফর্ক এবং পিছনে প্রিলোড অ্যাডজাস্টেবেল ডব্লিউপি মনোশক। ২১-১৭ ইঞ্চি স্পোকযুক্ত চাকায় দৌড়বে বাইক। কেটিএম নিশ্চিত করেছে, এটি টিউবলেস স্পোক হুইল হতে চলেছে যা অ্যাপোলো ট্রাম্পলার টায়ারে মোড়া থাকবে।
ফিচার্সের ক্ষেত্রে, বাইকটিতে ফুল এলইডি লাইটিং, কালার টিএফটি ডিসপ্লে, কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল এবং একাধিক রাইডিং মোড পাওয়া যাবে। পাশাপাশি ক্রুজ কন্ট্রোল ফিচারও থাকবে বলে নিশ্চিত করেছে কেটিএম, যা ৫০০ সিসি সাব সেগমেন্টে ভারতে কোনো অ্যাডভেঞ্চার বাইকে এই প্রথম।
ব্রেকিংয়ের ক্ষেত্রে দু’চাকাতেই ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল এবিএস এবং বিশেষ সুপারমটো মোড পাওয়া যাবে, যা বাইকের পারফরম্যান্স আরও বাড়িয়ে তুলবে। এতে পারফরম্যান্সের জন্য থাকবে ৩৯৯ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৪৫.৩ হর্সপাওয়ার এবং ৩৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। নয়া ভার্সন লঞ্চ হওয়ার পর রয়্যাল এনফিল্ড হিমালয়ানকে টেক্কা দেবে 2025 KTM 390 Adventure S।