অটোকার

4 লাখের গাড়িতে ছয়টি এয়ারব্যাগ! দারুণ সেফটি ফিচার্সের সঙ্গে লঞ্চ হল নতুন Maruti Alto K10

Published on:

2025 maruti suzuki alto K10 launched with six airbags new price 4 23 lakh

ভারতের সবচেয়ে সস্তা যাত্রী গাড়িতে এল দারুণ সেফটি ফিচার্স। আমরা কথা বলছি Maruti Alto K10 নিয়ে। মারুতি সুজুকি এই হ্যাচব্যাকের নতুন সংস্করণ ছয়টি এয়ারব্যাগ দিয়ে আপডেট করেছে। আপডেট ভার্সনের দাম ৪.২৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) রেখেছে ইন্দো-জাপানি সংস্থাটি। টপ মডেলের মূল্য ৬.২১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। নতুন ওই বৈশিষ্ট্য যোগ হওয়ার ফলে Alto K10 ছয়টি এয়ারব্যাগ সহ ভারতের সবথেকে সাশ্রয়ী মূল্যের গাড়িতে পরিণত হয়েছে।

2025 Maruti Alto K10: ফিচার্স ও স্পেসিফিকেশন

স্ট্যান্ডার্ড হিসেবে ছয়টি এয়ারব্যাগের পাশাপাশি, Alto K10-এ পিছনের যাত্রীদের জন্য থ্রি-পয়েন্ট সিট বেল্ট দেওয়া হয়েছে। অন্যান্য সুরক্ষা বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP), রিভার্স পার্কিং সেন্সর, সিট বেল্ট রিমাইন্ডার, EBD সহ ABS, হাই স্পিড অ্যালার্ট সিস্টেম, ইঞ্জিন ইমোবিলাইজার , ফোর্স লিমিটার সহ ফ্রন্ট সিট বেল্ট প্রিটেনশনার, রিয়ার ডোর চাইল্ড লক, হেডল্যাম্প লেভেলিং, ইত্যাদি।

Alto K10 নতুন ভার্সনের ইন্টেরিয়র ফিচার্সও আপডেট করেছে মারুতি। মিউজিক সিস্টেম এখন দুটির পরিবর্তে চারটি স্পিকার অফার করে। এছাড়া, অন্যান্য বৈশিষ্ট্যগুলি অপরিবর্তিত রয়েছে। ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, চাবিহীন এন্ট্রি, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ম্যানুয়াল অ্যাডজাস্টেবল আউটসাইড রিয়ার ভিউ মিরর (ORVM) ও সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাবেন এই গাড়িতে।

মারুতি অল্টো কে১০ একটি ১ লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন দ্বারা পরিচালিত যা ৬৭ বিএইচপি শক্তি এবং ৮৯ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি ৫-স্পিড ম্যানুয়াল ও ৫-স্পিড এএমটি ট্রান্সমিশনের মধ্যে বেছে নেওয়া যায়। অল্টো কে১০ সিএনজি ভেরিয়েন্টেও একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা কিছুটা কম ৫৬ বিএইচপি এবং ৮২ এনএম টর্ক উৎপন্ন করে।