কেনার জন্য তৈরি তো? 2025 Royal Enfield Hunter 350 বাইক আসছে একাধিক পরিবর্তন নিয়ে

রয়্যাল এনফিল্ড আগামী ২৬ এপ্রিল ভারতে তাদের জনপ্রিয় মোটরসাইকেল Royal Enfield Hunter 350-এর 2025 মডেল লঞ্চ করতে চলেছে। ওইদিনে দেশের কয়েকটি শহরে ‘HunterHood’ নামে একটি বিশেষ উৎসবেরও আয়োজন করতে চলেছে তারা। উল্লেখ্য, ২০২২ সালে প্রথম বাজারে আসার পর, Royal Enfield Hunter 350 বাইকটির ৫ লক্ষেরও বেশি ইউনিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।

নতুন 2025 Royal Enfield Hunter 350 বাইকের পরিবর্তন

২০২৫ সালের হান্টার ৩৫০ মডেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এতে যোগ করা হয়েছে একটি নতুন এলইডি হেডলাইট ইউনিট। যদিও এই হেডলাইট খুব বেশি উজ্জ্বল নয় ফলে রাতের অন্ধকারে যথেষ্ট আলো পেতে মাঝে মাঝে সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, বাইকটির পিছনের সাসপেনশন সেটআপ উন্নত করা হয়েছে। বর্তমান প্রজন্মের মডেলে এই অংশটি খুবই শক্ত হলেও আরামদায়ক ছিল না। নতুন মডেলে তা পরিবর্তন হবে। স্বস্তিদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, বাইকটি নতুন কালার অপশন সহ পাওয়া যাবে।

দামের বিষয়ে বললে, বর্তমানে 2025 Royal Enfield Hunter 350-এর দাম ১.৫০ লক্ষ থেকে ১.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। নতুন মডেলের দাম সামান্য বাড়ানো হতে পারে। তবে বড়সড় মূল্যবৃদ্ধি হওয়ার সম্ভাবনা কম।

ইঞ্জিনের কথা বললে, একই J-সিরিজে ইঞ্জিন পাওয়া যাবে নতুন মডেলে, যা ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এর সাথে ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত। ইঞ্জিনটি অন্যান্য ৩৫০ সিসি মডেলে ব্যবহৃত হলেও, হান্টার ৩৫০-এর জন্য ফুয়েল ও ইগনিশন ম্যাপিং আলাদাভাবে টিউন করা হয়েছে।