সুমন পাত্র, কলকাতা: Suzuki গতকাল Avenis 125 স্কুটারের পাশাপাশি Burgman 125 Street-এর নতুন সংস্করণ লঞ্চ করেছে। এই জাপানি ম্যাক্সি-স্কুটার মেটালিক ম্যাট স্টেলার ব্লু কালার স্কিম দিয়ে আপডেট করা হয়েছে। সরকারি নিয়ম মেনে নতুন ভার্সনে অন-বোর্ড ডায়াগনস্টিক ফেজ-টু বা OBD-2B বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। এটি এমন একটি সিস্টেম যা গাড়ির ইঞ্জিন এবং নির্গমন নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণ করে। বার্গম্যান স্ট্রিটের স্ট্যান্ডার্ড এবং EX মডেল উভয়েই এই পরিবর্তনগুলি পেয়েছে।
2025 Suzuki Burgman Street 125-এর স্ট্যান্ডার্ড মডেলের দাম ৯৫,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে৷ অন্যদাকে, EX মডেল কিনতে ১,১৬,২০০ টাকা (উভয়ই এক্স-শোরুম) খরচ হবে। ডিজাইনে কোনও পরিবর্তন হয়নি। বিশাল চেহারার সাথে ব্যাপক রোড প্রেজেন্স বহন করে এটি। এলইডি হেডলাইট ও পেশীবহুল চেহারার দৌলতে দেখতে আগের মতোই আকর্ষণীয়।
সুজুকি বার্গম্যান স্ট্রিটে ইউএসবি চার্জিং পোর্ট এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। সুজুকির রাইডার কানেক্ট অ্যাপের সঙ্গে মোবাইল কানেক্ট করে নিলে ডিসপ্লেতে টার্ন বাই টার্ন নেভিগেশন, এসএমএস, হোয়াটআপ, ও কল এলার্ট পাওয়া যাবে। এছাড়াও, বার্গম্যান স্ট্রিটের EX ভার্সনে অটো ইঞ্জিন স্টার্ট-স্টপ এবং সাইলেন্ট স্টার্টের মতো অতিরিক্ত সুবিধা রয়েছে।
এই ম্যাক্সি স্কুটারে ১২৪ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৬,৫০০ আরপিএমে ৮.৫৮ হর্সপাওয়ার শক্তি ও ৫,৫০০ আরপিএমে ১০ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি সিভিটি গিয়ারবক্সের সাথে যুক্ত। হার্ডওয়্যার সেটআপের মধ্যে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, একটি মনোশক এবং উভয় প্রান্তে একটি ডিস্ক ব্রেক রয়েছে। এটি TVS Jupiter 125 , Honda Activa 125 , এবং Aprilia SXR 125-এর সাথে প্রতিযোগিতা করবে।