অটোকার

নতুন বছরের শুরুতেই 250 সিসির স্পোর্টস বাইক নিয়ে এল Suzuki, কত দাম জেনে নিন

Published on:

2025 suzuki Gixxer SF 250 launched at rs 2 07 lakh

Suzuki চলতি সপ্তাহে ভারতে তাদের প্রতিটি বাজেট মোটরসাইকেল আপডেট করেছে। BS6 নীতির মতো কেন্দ্রীয় সরকার দ্বারা নির্ধারিত OBD-2B কমপ্লায়েন্ট ইঞ্জিনের সঙ্গে V-Strom SX সহ Gixxer সিরিজের প্রতিটি মডেল নতুন করে লঞ্চ করেছে সংস্থা। এই প্রতিবেদনে আলোচনা Gixxer SF 250 নিয়ে। এই ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইকের আপডেটেড মডেল বাজারে এনেছে সংস্থা।

2025 Gixxer SF 250 ভারতে লঞ্চ হল

নতুন জিক্সার এসএফ 250 কিনতে আগের মডেলের থেকে 2.000 টাকা বেশি করচ হবে। এখন দাম শুরু হচ্ছে 2.07 লক্ষ টাকা (এক্স-শোরুম)। নতুন ইঞ্জিন ছাড়াও, নিউ কালার অপশনে পাওয়া যাবে সুজুকির এই স্পোর্টস বাইক। নতুন রঙগুলি হল, মেটালিক ম্যাট ব্ল্যাক নং 2, মেটালিক ট্রাইটন ব্লু/পার্ল গ্লেসিয়ার হোয়াইট এবং মেটালিক ম্যাট ব্ল্যাক নং 2/ মেটালিক ম্যাট বোর্ডো রেড।

WhatsApp Community Join Now

হাই-পারফরম্যান্সের জন্য এই মোটরসাইকেলে 249.9 সিসি অয়েল কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি 9,300 আরপিএম গতিতে সর্বাধিক 26 হর্সপাওয়ার এবং 7,300 আরপিএম স্পিডে সর্বোচ্চ 22.2 এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনের সঙ্গে ছয় গতির গিয়ারবক্স লিঙ্ক করা আছে।

ফিচার্সের দিক থেকেও নতুন Suzuki Gixxer SF 250 খুব একটা হতাশ করবে না। বিশাল হাই-ফাই বৈশিষ্ট্য না থাকলেও, বাইকে স্মার্টফোন কানেক্টিভিটি, এলইডি হেডলাইট এবং টেললাইট এবং ডুয়াল-চ্যানেল এবিএস এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। সুজুকি ইতিমধ্যেই মোটরসাইকেলটির বুকিং শুরু করেছে এবং শীঘ্রই ডেলিভারি শুরু হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন