টাটা অল্ট্রোজ ফেসলিফ্ট (Tata Altroz Facelift) গাড়ির পরীক্ষা ইতিমধ্যে শুরু করে দিয়েছে কোম্পানি। এই প্রিমিয়াম হ্যাচব্যাকের টপ মডেলের উপর ভিত্তি করে আপডেট ভার্সন লঞ্চ হবে। ভারতীয় বাজারে টাটা অল্ট্রোজ ফেসলিফ্ট চ্যালেঞ্জ জানাবে যে গাড়িগুলিকে সেগুলি হল – Hyundai i20, Maruti Suzuki Baleno, Toyota Glanza, Maruti Suzuki Swift ইত্যাদি।
আজ থেকে ৫ বছর আগে দেশে প্রথম অল্ট্রোজ হ্যাচব্যাকটি লঞ্চ করে টাটা মোটরস। তারপর থেকে এই গাড়িতে কোনও উল্লেখযোগ্য আপডেট হয়নি। তাই গাড়িটির ফেসলিফ্ট মডেল লঞ্চ করার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করেছে টাটা মোটরস। জানা গিয়েছে, এই বছর উৎসব মরশুমের সময় লঞ্চ হতে পারে নতুন অল্ট্রোজ।
গাড়ির ডিজাইনে বড় পরিবর্তন করতে পারে কোম্পানি। বিশেষ করে সামনের দিকে। থাকতে পারে নতুন বাম্পার, হেডল্যাম্প এবং নতুন অ্যালয় হুইল। শুধু গাড়ির সাইড প্রোফাইল অপরিবর্তিত থাকতে পারে। গাড়িতে নতুন টেললাইট পাওয়া যাবে বলেও শোনা যাচ্ছে।
সবথেকে বেশি পরিবর্তন পাওয়া যাবে কেবিনে। ফিচার্স থাকবে বড় ১২.৩ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, নতুন আপহোলস্ট্রি এবং নয়া কেবিন ডিজাইন। এছাড়া বর্তমানে যে ফিচার্সগুলি রয়েছে, যেমন – ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রিক সানরুফ, ওয়্যারলেস মোবাইল প্রোজেকশন, রিয়ার এসি ভেন্ট, এবং IRA কানেক্টটেড কার প্রযুক্তি, সেগুলি সবই পাওয়া যাবে।
ইঞ্জিনের ক্ষেত্রে গাড়িতে বড় কোনও পরিবর্তন থাকবে না বলেই আশা করা হচ্ছে। বর্তমান টাটা অল্ট্রোজে যা ইঞ্জিন স্পেসিফিকেশন রয়েছে সেটাই থাকবে ফেসলিফ্ট মডেলে। তবে গাড়িতে বেশ কিছু কসমেটিক আপডেট থাকবে তা কার্যত নিশ্চিত।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.