অটোকার

মধ্যবিত্ত শ্রেণীর জন্য SUV-এর মতো দেখতে স্টাইলিশ গাড়ি আনল Tata, দাম জেনে নিন

Published on:

2025 tata tiago nrg launched at rs 7.2 lakh

Tiago ও Tigor আপডেটের পর, এবার নতুন Tiago NRG লঞ্চ করল টাটা মোটরস। গাড়িটি টিয়াগো হ্যাচব্যাকের একটি শক্তিশালী, ক্রসওভার-স্টাইলের সংস্করণ। যারা কমপ্যাক্ট গাড়িতে এসইউভি-এর মতো স্টাইল পছন্দ করেন, তাদের জন্যই এটি ডিজাইন করা হয়েছে। নতুন সংস্করণে আরও বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, কালো সাইড ক্ল্যাডিং, ব্ল্যাক রুফ রেল এবং স্কিড প্লেট রয়েছে যা চেহারা শক্তিশালী করে তুলেছে। চলুন 2025 Tata Tiago NRG সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

2025 Tata Tiago NRG দাম ও ডিজাইন

নতুন টাটা টিয়াগো এনআরজি সিএনজি, অটোমেটিক, ম্যানুয়াল এবং পেট্রল এএমটি, ও এমটি গিয়ারবক্স অপশনে এসেছে। ভেরিয়েন্টের উপর নির্ভর করে দাম ৭.২ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ৮.৭৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। ডিজাইনের কথা বললে, সামনের এবং পিছনের উভয় বাম্পারেই নতুন রূপালী স্কিড প্লেট রয়েছে। স্টিলের চাকার জন্য নতুন ডিজাইন করা ১৫ ইঞ্চি হুইল কভার দেওয়া হয়েছে।

2025 Tata Tiago NRG ইঞ্জিন ও ফিচার্স

টিয়াগো এনআরজি-তে ১.২-লিটার, তিন সিলিন্ডার, পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ৮৬ এইচপি শক্তি উৎপন্ন করে। তবে পেট্রল ভার্সনের আউটপুট কিছুটা কম যা ৭৩ হর্সপাওয়ার। গাড়ির অন্দরমহলে কিছু পাল্টায়নি। ফিচার্স লিস্টে কিছু নতুন জিনিস সংযোজন হয়েছে। অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট সহ ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, রিয়ার ক্যামেরা, শার্ক ফিন অ্যান্টেনা, কুল্ড গ্লাভ বক্স, এবং চারটি স্পিকার রয়েছে।

এছাড়াও, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড কন্ট্রোল, অটো হেডলাইট ও ওয়াইপার, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, রিয়ার ডিফগার, ফ্রন্ট ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, থ্রি পয়েন্ট সিট বেল্ট, ISOFIX চাইল্ড সিট মাউন্ট, রিয়ার পার্কিং সেন্সর, ম্যানুয়াল HVAC সহ নানা বৈশিষ্ট্য পাওয়া যাবে।