সিনেমা, গেম বা কল্পবিজ্ঞানে ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি অনেকেই দেখেছেন! এবার বাস্তবে এমন চমৎকার নমুনা বানিয়ে দেখাল আলেফ অ্যারোনটিক্স (Alef Aeronautics)। শুধু বানানো নয়, সেই যান আকাশে সফল ভাবে ওড়াতে সক্ষম হয়েছে সংস্থাটি। শহরের মধ্যে এই উড়ন্ত গাড়ির সফল পরীক্ষা নজর কেড়েছে বহু মানুষের। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি আলেফ অ্যারোনটিক্স। তারা ক্যালিফোর্নিয়ার একটি রাস্তায়, অন্য একটি গাড়ির উপর এই উড়ন্ত গাড়ি উড়ে যাওয়ার” ভিডিয়ো প্রকাশ করেছে।
কোম্পানির দাবি, এটি “একটি শহরে গাড়ি চালানো এবং উল্লম্বভাবে টেকঅফের ইতিহাসে প্রথম পরীক্ষা।” তীব্র যানজট এড়ানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে এই উড়ন্ত গাড়ি। ইতিমধ্যে ৩ হাজারের বেশি প্রি-অর্ডার পেয়েছে বলে দাবি করেছে কোম্পানিটি। জানা গিয়েছে, এই উড়ন্ত গাড়ির দাম ৩ লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা)।
গাড়ির উড়ে যাওয়ার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ কলিন রাগ শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আলেফ অ্যারোনটিক্সের বৈদ্যুতিক গাড়ি অন্য ক্যালিফোর্নিয়ার একটি রাস্তায় তাদের একটি গাড়ির উপর উড়ে গিয়েছে।” কোম্পানি দাবি করেছে যে এটি “একটি শহরে গাড়ি চালানো এবং উল্লম্বভাবে টেকঅফের ইতিহাসে প্রথম পরীক্ষা।”
তিনি আরও যোগ করেছেন, যে কোম্পানিটি এমন একটি গাড়ি তৈরি করে যানজট সমাধানের আশা করছে, যা সহজেই এর উপর দিয়ে উড়তে পারে। এই উড়ন্ত গাড়ির ড্রাইভ এবং ফ্লাইটের কনসেপ্ট বাস্তব-বিশ্বের শহরের পরিবেশে প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন, আলেফ অ্যারোনটিক্সের সিইও জিম দুখোভনি।
আলেফ অ্যারোনটিক্স জানিয়েছে, যে গাড়িটি বর্তমানে মাত্র ৪০ কিমি প্রতি ঘণ্টা গতিতে উড়তে পারে। এটির ফ্লাইং রেঞ্জ ১৭৭ কিলোমিটার এবং ড্রাইভিং রেঞ্জ ৩২১ কিলোমিটার। কোম্পানি এই গাড়ির আরও উন্নত সংস্করণ উন্মোচনের পরিকল্পনা করছে, যা আলেফ মডেল জেড নামে পরিচিত। এতে একটি চার-ব্যক্তির আসন থাকবে, যার সর্বোচ্চ ফ্লাইং রেঞ্জ ৩২১ কিমির বেশি হবে এবং ড্রাইভিং রেঞ্জ ৬৪৩ কিলোমিটার থাকবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.