জানলে অবাক হবেন, যে গাড়ি দুনিয়ার কোটি কোটি মানুষের স্বপ্ন, সেই গাড়িতে আসা-যাওয়া করে এশিয়ার অন্যতম ধনী পরিবারের পোষ্য। গাড়িটি হল Mercedes G-Wagon, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা। এই পোষ্যর নাম “হ্যাপি”। যার নিজস্ব মার্সিডিজ জি-ওয়াগন রয়েছে। এশিয়া তথা দুনিয়ার অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে একজন মুকেশ আম্বানি। তাঁর ও তাঁর পরিবারের গাড়ি কালেকশন বরাবরই চর্চায় থাকে। এবার নজর কেড়েছে তাঁদের পোষ্যর নিজস্ব চার চাকা মার্সিডিজ জি-ওয়াগন।
ইনস্টাগ্রামে theelitereport এর এক পোস্টে এই তথ্য জানা গিয়েছে। একটি ছবিতে মুকেশ ও নীতা আম্বানির ছেলেমেয়ে, তাদের নাতি-নাতনি এবং তাদের কুকুর হ্যাপিকে দেখা গিয়েছে, যা সম্ভবত আম্বানি পরিবারের সদস্যের বিয়ের একটি ছবি। হ্যাপিকে কারুকার্য করা একটি কাস্টম স্যুটে দেখা গিয়েছে। যা থেকে স্পষ্ট হয়, তার যত্ন কতটা ভালোভাবে নেওয়া হয়।
মজার ব্যাপার, আম্বানি পরিবার যখন বাইরে থাকে, তখন তাকে মার্সিডিজ-বেঞ্জ G400d বিলাসবহুল SUV-তে ভ্রমণ করতেও দেখা গেছে। লক্ষণীয় বিষয় হল, আম্বানি পরিবারের নিরাপত্তা কনভয়ে এক ডজনের বেশি G-Wagon ব্যবহার করা হয়। জার্মানির মার্সিডিজ জি-ওয়াগন একটি আইকনিক বিলাসবহুল অফ-রোডিং এসইউভি হিসাবে পরিচিত, যা বহু তারকারা পছন্দ করেন।
গাড়ির রেগুলার ভার্সনে একটি ৩ লিটার ৬ সিলিন্ডার ডিজেল ইঞ্জিন রয়েছে যা, ৩২৫ হর্সপাওয়ার ও ৭০০ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। সঙ্গে ৯ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন মজুত। ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় মাত্র ৬.৪ সেকেন্ড এবং সর্বোচ্চ গতি ২১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এক্স-শোরুম মূল্য ২.৫৫ কোটি টাকা থেকে শুরু। অন-রোড মূল্য ৩ কোটি টাকারও বেশি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.