স্কুটারের জন্য পরিচিত অ্যাম্পিয়ার ইলেকট্রিক। বাজারে এই সংস্থার একাধিক স্কুটার ভ্যারিয়েন্ট রয়েছে। এবার ইলেকট্রিক বাইক কনসেপ্ট প্রকাশ করল কোম্পানি। চলতে থাকা ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে এই টু হুইলার “Ampere Xyber” কনসেপ্ট হাজির করেছে কোম্পানিটি। যার ডিজাইন দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। মডার্ন ডিজাইন রয়েছে বাইকে। রয়েছে স্প্লিট সিট। সিটের নীচে রয়েছে ব্যাটারি।
ডিজাইনের পাশাপাশি ফিচার্স ও রেঞ্জেও সমান গুরুত্ব দিয়েছে অ্যাম্পিয়ার। কোম্পানির দাবি, এই সাইবার কনসেপ্ট ই-বাইক ফুল চার্জে ২০০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। বর্তমানে, তাদের বিক্রি হওয়া ইলেকট্রিক স্কুটারগুলির থেকে অনেকটাই বেশি। তবে এটি এই মুহূর্তে একটি প্রোটোটাইপ বলা যেতে পারে। কনসেপ্ট বা একটি ধারণা থেকে যে ভবিষ্যতে এই ধরনের বাইক আনার দক্ষতা কোম্পানির রয়েছে তার বহিঃপ্রকাশ।
Ampere Xyber ইলেকট্রিক বাইকের ফিচার্স
কত ক্ষমতার ব্যাটারি রয়েছে তা জানা যায়নি। তবে এটা জানা গিয়েছে সেটি এলএফপি প্রযুক্তির। ফুল চার্জে ২০০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। এছাড়া মিলবে ১০ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। বাইকের সর্বোচ্চ গতি ১০০ কিমি প্রতি ঘণ্টা। দু’চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। পাওয়া যাবে এবিএস-ও, তবে সিঙ্গেল না ডুয়াল চ্যানেল তা এখনও স্পষ্ট নয়।
অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে গুগল ম্যাপ নেভিগেশন সহ একটি টিএফটি ডিসপ্লে, একটি স্পিডোমিটার, ব্যাটারির চার্জের স্টেটাস, উপলব্ধ রেঞ্জ দেখার সুবিধা এবং রাইড মোড। টিএফটি ডিসপ্লেটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে। মিলবে কল/এসএমএস সতর্কতা এবং মিউজিক কন্ট্রোল। বাইকজুড়ে রয়েছে এলইডি লাইটিং।
কবে থেকে বাইকটির উৎপাদন শুরু হবে এখনও জানা যায়নি। তবে এক রিপোর্টে দাবি, এটি বছরের শেষে লঞ্চ হতে পারে। Ampere Xyber টক্কর দেবে Revolt RV400 এর মতো ইলেকট্রিক বাইককে। যেহেতু দেশে ইলেকট্রিক স্কুটার থাকলেও, বাইকের সংখ্যা বেশ কম হওয়ায়, কোম্পানিগুলির কাছে জমি শক্ত করার ভালো সুযোগ রয়েছে বলে মনে করছেন অনেকে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.