টিভিএস, হিরো, রয়্যাল এনফিল্ড, বাজাজের মতো দেশীয় টু-হুইলার সংস্থাদের হারিয়ে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ মোটরসাইকেলের পুরস্কার জিতে নিল Aprilia RS 457। এপ্রিলিয়ার সবচেয়ে সস্তা এই স্পোর্টস বাইকটি ‘ইন্ডিয়ান মোটরসাইকেল অফ দ্য ইয়ার 2025’ খেতাব পেয়েছে। ইতালিয়ান বাইকটিকে কড়া টক্কর দিলেও দ্বিতীয় ও স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে Bajaj Freedom ও Hero Xtreme 125-কে।
এপ্রিলিয়া আরএস 457 চূড়ান্ত জুরি রাউন্ডের জন্য নির্বাচিত 10টি মোটরসাইকেলের মধ্যে একটি ছিল। মর্ডান-ক্লাসিক, স্পোর্টস, স্ট্রিট নেকেড এবং কমিউটার সেগমেন্ট থেকে বাইক অর্ন্তভুক্ত ছিল প্রতিযোগিতায়। উল্লেখযোগ্য বিষয় হল, দশটি বাইকের মধ্যে পাঁচটিই ছিল 400-500 সিসি ক্যাটাগরির। প্রতিটি মডেলের বিভিন্ন দিক বিশ্লেষণের পর এপ্রিলিয়াকে সেরার সম্মান দেওয়া হয়েছে।
আধুনিক প্রযুক্তি, ইঞ্জিন পারফরম্যান্স এবং কেনার অভিজ্ঞতার উপর বিচার করে RS 457-কে সর্বাধিক পয়েন্ট দিয়েছে দেশের খ্যাতনামা অটোমোবাইল সাংবাদিকদের সমন্বয়ে গঠিত জুরি। এখন বাইকটির দাম 4.10 লক্ষ টাকা (এক্স-শোরুম)। 457 সিসি প্যারালাল টুইন ইঞ্জিন থেকে 47 হর্সপাওয়ার এবং 46 এনএম টর্ক পাওয়া যায়। সঙ্গে ছয় গতির গিয়ারবক্স বর্তমান।
বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে 320 মিমি ডিস্ক ও পেছনে 230 মিমি ডিস্ক ব্রেক বর্তমান। 17 ইঞ্চি হুইলে রয়েছে দুই দিকেই। বিশেষ ফিচার্স হিসেবে Aprilia RS 457-এ উপস্থিত 5 ইঞ্চি টিএফটি স্ক্রিন, এলইডি ইলুমিনেশন, রাইড বাই ওয়্যার থ্রটেল, ইঞ্জিন ম্যাপ, এলইডি লাইটিং, ট্রাকশন কন্ট্রোল, তিনটি রাইডিং মোড, এবিএস, অ্যান্টি রোল সিস্টেম, প্রভৃতি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.