ফাঁস হল iPhone 17 Pro এর ছবি, অভ্যন্তরীণ ডিজাইনে থাকবে বড়সড় পরিবর্তন

অ্যাপল আগামী সেপ্টেম্বরে মাসে লঞ্চ করতে চলেছে iPhone 17 সিরিজ। আর এই সিরিজের গুরুত্বপূর্ণ একটি মডেল হবে iPhone 17 Pro। ইতিমধ্যেই ডিভাইসটির বিভিন্ন ফিচার সামনে এসেছে। আজ আবার ফোনটির কয়েকটি ছবি ফাঁস হয়েছে, যেখান থেকে এর ইন্টারনাল ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করা গেছে। টিপস্টার মেজিন বুউর এই ছবিগুলি শেয়ার করেছেন। আর ছবিগুলি থেকে পরিষ্কার যে, iPhone 17 Pro এর অভ্যন্তরীণ ডিজাইনে বড়সড় পরিবর্তন দেখা যাবে।

iPhone 17 Pro এর ছবি সহ অভ্যন্তরীণ ডিজাইন ফাঁস

টিপস্টার বলেছেন, দেশ ভিত্তিতে iPhone 17 Pro এর ভিতরের ডিজাইনে সামান্য পার্থক্য নজরে আসবে। যেমন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ভার্সনে থাকবে eSIM। এর ফলে সিম ট্রের জন্য সংরক্ষিত জায়গায় অতিরিক্ত স্টিল কেসিং বসানো থাকবে। আবার চীনের মডেলে ফিজিক্যাল সিম স্লট দেওয়ার কারণে ডিজাইন অন্যরকম হবে।

তবে ডিজাইন আলাদা হলেও দুই মডেলের ব্যাটারি ক্যাপাসিটি একই থাকবে। যদিও স্টিল কেসিং দেওয়ায় যুক্তরাষ্ট্রের মডেলে গেম খেলা বা 4K ভিডিও রেকর্ডিং-এর সময় উৎপন্ন তাপ দ্রুত নিয়ন্ত্রণ সম্ভব হবে।

আইফোন ১৭ প্রো এর ফাঁস হওয়া ছবিতে আরেকটি পরিবর্তন দেখা গেছে, যেটা হল ব্যাটারির উপরের অংশে লজিক বোর্ডের জন্য ছোট একটি কাটআউট থাকবে। এর মাধ্যমে অন্যান্য কম্পোনেন্টের জন্য বেশি জায়গা তৈরির চেষ্টা করা হয়েছে। আর ভিতরে নতুন ধরনের আঠাল (অ্যাডহেসিভ) লেয়ার ব্যবহার করা হয়েছে, যাতে ভবিষ্যতে ব্যাটারি বদলানো আরও সহজ হয়।

ক্যামেরায় চমক

রিপোর্ট অনুযায়ী, iPhone 17 Pro সিরিজের জন্য অ্যাপল এবার ৮এক্স টেলিফটো জুম লেন্স পরীক্ষা করছে। ফলে দূরের ছবি আরও পরিষ্কার হবে।

iPhone 17 Pro কবে লঞ্চ হবে

অ্যাপল প্রতিবছর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাদের নতুন আইফোন লঞ্চের ইভেন্ট আয়োজন করে থাকে। তাই আমাদের অনুমান, ৯-১২ সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হতে পারে iPhone 17 Pro সহ সিরিজের অন্যান্য মডেলগুলি।