Aprilia Tuono 457 জল্পনার অবসান ঘটিয়ে ভারতে ফেব্রুয়ারি মাসেই লঞ্চ হতে পারে। বাইকটি ইতিমধ্যেই এপ্রিলিয়া ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। আবার কোম্পানির কিছু ডিলার বুকিং চালু করে দিয়েছে। এটিও RS457-এর মতো দেশে হিট বলে আশা করা যায়। 17-18 ফেব্রুয়ারি বাইকটির জন্য মিডিয়া ইনভাইট পাঠানো হয়েছে বলে খবর সামনে এসেছে। অর্থাৎ সেই সময়েই অফিসিয়াল লঞ্চ হবে বলেই অনুমান।
Aprilia Tuono 457 আসছে ফেব্রুয়ারিতে
এই টুওনো 457 আসলে গত বছর ভারতে লঞ্চ হওয়া এপ্রিলিয়ার ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক, আরএস 457 এর নেকেড ভার্সন। ফলে এতেও 457 সিসি প্যারালাল টুইন ইঞ্জিন রয়েছে। যা 47.55 পিএস ও 43.5 এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি ছয় গতির গিয়ারের সঙ্গে যুক্ত। বি-ডিরেকশনাল কুইকশিফটার অপশন থাকতে পারে।
নেকেড বাইক হওয়ার কারণে Tuono 457 ফেয়ারিং মুক্ত এবং আরও সোজা ও আরামদায়ক রাইডিং পজিশন অফার করে। স্পোর্টি ট্রিপল ফুল-এলইডি হেডল্যাম্প ক্লাস্টার দুর্দান্ত লুক এনেছে। পিরানহা রেড এবং পুমা গ্রে নামে কালার অপশনে আসবে এপ্রিলিয়া টুওনো 457। ফুল-এলইডি লাইটিং, ট্র্যাকশন কন্ট্রোল, রাইড মোড, স্মার্টফোন কানেক্টিভিটি, কালার টিএফটি কনসোলের মতো আকর্ষণীয় ফিচার্স মিলবে।
এপ্রিলিয়ার নতুন মোটরসাইকেলে সাসপেনশনের দায়িত্ব সামলাবে প্রি-লোড অ্যাডজাস্টেবল USD (আপসাইড ডাউন) ফর্ক ও মনোশক ইউনিট। দুই চাকাতেই ডিস্ক ব্রেক থাকছে। বাইকটি ছুটবে 17 ইঞ্চি চাকায়। ভারতের বাজারে এটির প্রতিদ্বন্দ্বী KTM 390 Duke, TVS Apache RTR 310, এবং Yamaha MT-03।