এখন অটোমোবাইলের জগতে বহুল চর্চিত বিষয়গুলির মধ্যে অন্যতম হল সৌরশক্তি চালিত ইলেকট্রিক গাড়ি। অনেক সংস্থাই এই ধরনের যুগান্তকারী পরিবেশবান্ধব যান বানাতে নেমে পড়েছে। যার মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্রের স্টার্টআপ অ্যাপটেরা (Aptera)। সংস্থাটি চলতি কনজিউমার ইলেকট্রনিক্স শো (CES 2025)-তে একটি চোখধাঁধানো তিন চাকার সোলার ইভি প্রদর্শন করেছে।
ইতালির বিখ্যাত অটোমোটিভ ডিজাইনার ফার্ম পিনিনফারিনা (Pininfaria)-এর সঙ্গে মিলে গাড়িটি বানিয়েছে তারা। অ্যাপটেরার সৌরশক্তি চালিত গাড়িতে সোলার প্যানেল বসানো। এটি অটোমোবাইল শিল্পে শক্তি দক্ষতার ক্ষেত্রে নতুন মানদন্ড স্থাপন করবে বলে দাবি কোম্পানির। প্রোটোটাইপ মডেল হলেও ভবিষ্যতে বাজারে আনার ইচ্ছা তাদের। 700 ওয়াটের সোলার সেল এই গাড়িকে শক্তি সরবরাহ করবে।
সোলার সেলগুলি ফুল চার্জে 644 কিমি পর্যন্ত ভ্রমণ করার ক্ষমতা সহ প্রতিদিন 64 কিমি পর্যন্ত সৌরশক্তি চালিত রেঞ্জ অফার করতে পারে। অর্থাৎ চালকের গাড়ি চার্জে দেওয়ার প্রয়োজন পড়বে না। এতে থাকছে সেল্ফ-চার্জিং ব্যবস্থা। গাড়িটির বিস্তারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অবশ্য প্রকাশ হয়নি। কবে এটি লঞ্চ হবে তাও অজানা। তবে এটি সত্যিই বাজারে এলে যে হইচই পড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, অ্যাপটেরা মার্কিন ডিপার্টমেন্ট অফ এনার্জি-এর উন্নত প্রযুক্তি ঋণ কর্মসূচির জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ার কারণে 2011 সালে ঝাঁপ বন্ধ করতে বাধ্য হয়। তবে সংস্থার প্রতিষ্ঠাতা 2020 সালে ক্রাউডফান্ডিং সহ অন্যান্য উপায়ে সফলভাবে অর্থ সংগ্রহের পর পুনরায় অ্যাপটেরা চালু করেন। দ্বিতীয় ইনিংসে সৌরশক্তি চালিত ইলেকট্রিক গাড়ির দিকেই ফোকাস করছে প্রতিষ্ঠানটি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.