বেঙ্গালুরু-ভিত্তিক সংস্থা আথার এনার্জি আজ Ather 450S-এর একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এই নতুন ইলেকট্রিক স্কুটারে আছে ৩.৭kWh ব্যাটারি। ভারতে এই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১.৪৫ লাখ টাকা (এক্স-শোরুম, বেঙ্গালুরু)। নতুন মডেলটি IDC সার্টিফিকেশন সহ এসেছে। আর 450X ভ্যারিয়েন্টের মতো Ather 450S ইলেকট্রিক স্কুটারটি ফুল চার্জে ১৬১ কিমি রেঞ্জ দেবে বলে দাবি করা হয়েছে।
নতুন 450S ইলেকট্রিক স্কুটারটি কোম্পানির ২.৯kWh ব্যাটারির এন্ট্রি-লেভেল মডেল এবং প্রিমিয়াম 450X-এর মাঝখানে অবস্থান করবে। এতে ৫.৪kW ক্ষমতার মোটর ব্যবহার করা হয়েছে, যা ২২ এনএম টর্ক জেনারেট করতে পারবে। কোম্পানির দাবি স্কুটারটি ০ থেকে ৪০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে সময় নেবে মাত্র ৩.৯ সেকেন্ড।
Ather 450S স্কুটারের ডিজাইনে খুব একটা পরিবর্তন দেখা যাবে। আগের মতোই এতে শার্প লুক, এলইডি হেডল্যাম্প এবং প্রিমিয়াম ফিনিশ রয়েছে। এই ইলেকট্রিক স্কুটারে স্মার্ট ইকো, ইকো, রাইড এবং স্পোর্ট সহ মোট চারটি মোড পাওয়া যাবে।
আথার এনার্জির নতুন এই ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে ৭ ইঞ্চি স্মার্ট ডিসপ্লে সহ ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, অটো-ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, ও AtherStack Pro সফটওয়্যারের সাপোর্ট। সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে অটোহেল্ড, ফল সেফ, এমার্জেন্সি স্টপ সিগন্যাল। এতে অ্যালেক্সাও সাপোর্ট করবে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, Ather 450S হোম চার্জার দিয়ে ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে প্রায় ৪.৫ ঘণ্টা।
যারা নতুন ইলেকট্রিক স্কুটারটি কিনতে আগ্রহী, তারা আথারের শোরুমে বা অনলাইন থেকে বুকিং করতে পারবেন। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগস্ট ২০২৫ থেকে এর ডেলিভারি শুরু হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.