Bajaj Auto গতকাল তাদের একটি নতুন ইলেকট্রিক অটো ব্র্যান্ড লঞ্চ করেছে, যার নাম GoGo। এই কোম্পানির অধীনে আসা প্রথম মডেলটি ফুল চার্জে ২৫১ কিলোমিটার ছুটবে বলে দাবি করা হয়েছে। যা এই সেগমেন্টে সর্বোচ্চ। P5009 এবং P7012 নামে দুই বৈদ্যুতিক প্যাসেঞ্জার অটোর দাম যথাক্রমে ৩.২৭ লক্ষ এবং ৩.৮৩ লক্ষ (এক্স-শোরুম দিল্লি) টাকা রাখা হয়েছে। এখন দেশজুড়ে বাজারের ডিলারশিপে বুকিং করা যাচ্ছে।
বাজাজ অটোর ইন্ট্রা সিটি ব্যবসায়িক বিভাগের প্রেসিডেন্ট সমরদীপ সুবন্ধ বলেন, “সম্পূর্ণ বৈদ্যুতিক গোগো তিন চাকার গাড়ির পরিসর চালু করে এই বিভাগের জন্য নতুন মানদন্ড স্থাপন করছি আমরা। ২৫১ কিলোমিটার পর্যন্ত সার্টিফাইড রেঞ্জ, সেগমেন্ট ফার্স্ট ফিচার্স এবং বাজাজের বিস্বস্ততা, নির্ভরযোগ্যতা ও পরিষেবা সহ, গোগো গ্রাহকদের জন্য একটি বিস্তৃত সমাধান প্রদান করবে যারা সর্বাধিক আয় করে রক্ষণাবেক্ষণের ঝামেলা কমাতে চান।”
বাজাজ তাদের নতুন ব্র্যান্ডের অধীনে প্যাসেঞ্জার এবং কার্গো উভয় সেগমেন্টের জন্য ইলেকট্রিক অটো চালু করবে। আগামী কয়েক মাসের মধ্যে কার্গো মডেলগুলি বাজারে আনার পরিকল্পনা করছে। স্পেসিফিকেশনের কথা বললে, গোগো ব্র্যান্ডেড বৈদ্যুতিক অটোগুলিতে ইন্ডাস্ট্রি ফার্স্ট টু স্পিড অটোমেটিক ট্রান্সমিশন উন্নত রেঞ্জ এবং গ্রেডেবিলিটি, অটো হ্যাজার্ড, অ্যান্টি-রোল ডিটেকশন, এলইডি লাইট এবং হিল হোল্ড অ্যাসিস্ট রয়েছে।
নতুন অটোগুলিতে ৯ কিলোওয়াট আওয়ার থেকে ১২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ৫ বছরের ব্যাটারি ওয়ারেন্টি স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হচ্ছে। অপশনাল প্রিমিয়াম টেকপ্যাক প্যাকেজে রিমোট ইমোবিলাইজেশন এবং রিভার্স অ্যাসিস্ট বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকছে।
উল্লেখ্য, বাহন পোর্টাল থেকে প্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাজাজ অটো ৪,৩৮,৯৪১টি তিন চাকার গাড়ি বিক্রি করেছে, যা দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা পিয়াজিও ভেহিকেলস প্রাইভেট লিমিটেড (৯৩,৭৩১ ইউনিট) এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের (৭৬,৪৫০ ইউনিট) থেকে অনেক বেশি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.