গত বছর জুলাই থেকে এখনও পর্যন্ত ৫০ হাজারের বেশি সিএনজি মোটরসাইকেল বিক্রি করেছে বাজাজ অটো (Bajaj Auto)। বিশ্বের প্রথম সিএনজি বাইক নির্মাতা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে ভারতীয় সংস্থাটি। গত বছর জুলাই মাসে লঞ্চ হয়েছে নতুন মডেলটি, যার নাম Freedom 125। পেট্রল এবং সিএনজি – উভয় জ্বালানিতে চলে এটি। বিক্রির নিরিখে এই মাইলফলক বাজাজের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
৫০ হাজার বিক্রির মাইলস্টোন স্পর্শ করতে ৮ মাস ১২ দিন সময় লেগেছে বাজাজ ফ্রিডম সিএনজি বাইকের। ২০২৪ সালের মধ্যে অক্টোবর এবং নভেম্বরে সবথেকে বেশি ইউনিট বিক্রি হয়েছে, যথাক্রমে – ১১,০৭৬টি এবং ১২,১৫৯টি। প্রাথমিক পর্যায়ে বাজাজ শুধু মহারাষ্ট্র ও গুজরাতে বিক্রি শুরু করেছিল। কারণ এই দুই রাজ্যে সিএনজি পরিকাঠামো তুলনামূলক উন্নত।
তারপর অন্যান্য রাজ্যে থাবা বসায় বাজাজের পেট্রল+সিএনজি বাইক। এখনও দ্বিতীয় ও তৃতীয় সারির শহরেও উপলব্ধ এই মডেল। সিএনজি স্টেশন আরও বেশি করে তৈরি করার পরিকল্পনা নিয়েছে বাজাজ। ২০৩০ সালের মধ্যে ১৭ হাজার সিএনজি ভরার পাম্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে দাবি কোম্পানির।
এই ৫০ হাজার ইউনিটের মধ্যে মহারাষ্ট্রে বিক্রি হয়েছে সবথেকে বেশি। দেশজুড়ে বিক্রি হওয়া ৫০,০৪৭টি বাজাজ ফ্রিডম ১২৫-এর মধ্যে, সর্বোচ্চ চাহিদা (৯,৫৯১টি ইউনিট) মহারাষ্ট্র থেকে এসেছে, যা এর বিক্রির ১৯ শতাংশ। ৮,৭৯৭টি ইউনিট এবং ১৭ শতাংশ শেয়ার নিয়ে গুজরাত দ্বিতীয় স্থানে রয়েছে।
এই মোটরবাইকে ২ কেজি ধারণ ক্ষমতার সিএনজি ট্যাংক এবং ২ লিটার পেট্রল ট্যাংক রয়েছে। দুই জ্বালানি মিলিয়ে ৩৩০ কিলোমিটার মাইলেজ দিতে পারে বলে দাবি বাজাজের। ১২৫ সিসি ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ ৯.৫ হর্সপাওয়ার এবং ৯.৭ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের সর্বোচ্চ গতি ৯০.৫ কিমি প্রতি ঘণ্টা। ভারতে বাজাজ ফ্রিডম সিএনজি বাইকের দাম ৯০,২৭২ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.