অটোকার

দেশের একমাত্র মোটরসাইকেল যা ৩৩০ কিমি অব্দি মাইলেজ দেয়, নাম শুনলে চমকে যাবেন

Published on:

Bajaj Freedom 125 cng mileage price specs features

সাম্প্রতিক সময়ে যে হারে পেট্রলের দাম বাড়ছে তাতে মাসে বাইকের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এই সমস্যা থেকে মুক্তি দিতে কেউ কেউ ইলেকট্রিক স্কুটার বা বাইক বেছে নিচ্ছেন। আবার একটা বড় অংশের রাইডাররা পেট্রল বাইকেই থাকতে চাইছেন। তাঁদের জন্য Bajaj Auto নিয়ে এসেছে নতুন মোটরসাইকেল, যা দেবে ৩৩০ কিলোমিটার মাইলেজ। শুনতে অবাক লাগলেও এই বাইকের নাম হল Bajaj Freedom 125।

এই বাইকে পেট্রল ও CNG উভয় জ্বালানি অপশনে চলতে পারে। অর্থাৎ রাইডার চাইলে পেট্রল ইঞ্জিনে ১১৭ কিলোমিটার মাইলেজ পাবেন। আবার CNG-তে চালালে ২১৩ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। সবমিলিয়ে ৩৩০ কিলোমিটার মাইলেজ মিলবে। দেশে এখনও পর্যন্ত একমাত্র বাইক যা এই পরিমাণ মাইলেজ দেওয়ার দাবি রাখে। যাঁদের প্রতিদিন অনেক কিলোমিটার ভ্রমণ করতে হয় তাঁরা এটি বিবেচনা করতে পারেন।

WhatsApp Community Join Now

বাইকটির দাম ৯৫,০০০ টাকা থেকে (এক্স-শোরুম) শুরু। আর ফ্রিডম ১২৫ সিএনজি ড্রাম এলইডি ভ্যারিয়েন্টের দাম ১,০৫,০০০ টাকা, যেখানে ফ্রিডম ১২৫ সিএনজি ডিস্ক এলইডি ভ্যারিয়েন্টের দাম ১,১০,০০০ টাকা। বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি মোটরসাইকেলটিতে দুটি আলাদা জ্বালানি ট্যাংক রয়েছে, যা পেট্রোল এবং সিএনজি উভয়ই চালাতে সক্ষম। প্রতিটি জ্বালানি ট্যাংকে আলাদা আলাদা নজল রয়েছে।

আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হল KTM-এর নতুন বাইক, ডিজাইন, ফিচার্স মনে ঝড় তুলবে

বাজাজ ফ্রিডমের পেট্রল ট্যাংকের ক্যাপাসিটি ২ লিটার, আর সিএনজি ট্যাংকের ক্যাপাসিটি ২ কিলোগ্রাম। এই মডেলটিতে রয়েছে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন, যার সাথে ফুয়েল ইনজেকশন রয়েছে। এটি সর্বোচ্চ ৯.৪ হর্সপাওয়ার এবং ৯.৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সাথে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন