শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: Bajaj গত বছর জুলাইতে বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল, Freedom 125 বাজারে এনেছিল। ভারতে বাইকটির বিক্রি ইতিমধ্যেই ৫০ হাজারের গন্ডি টপকে গিয়েছে। আগামী দিনে দেশের আরও শহরে উপলব্ধ হলে সংখ্যাটা দ্রুত বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আবার সূত্রের দাবি, বাজাজ এখন ফ্রিডমের নতুন ভেরিয়েন্ট লঞ্চের পরিকল্পনা করছে। নয়া সিএনজি মডেলে আরও বড় ক্যাপাসিটির ইঞ্জিন দেওয়া হতে পারে।
Bajaj Freedom CNG লাইনআপে নতুন মডেল আসছে
জানিয়ে রাখি, Bajaj Freedom 125 CNG তিনটি ভেরিয়েন্টে পাওয়া যায় – ড্রাম, ড্রাম এলইডি ও ডিস্ক এলইডি। দাম ৯০,০০০ (এক্স-শোরুম) টাকা থেকে শুরু হচ্ছে। বর্তমানে ফ্রিডমে ১২৫ সিসির ইঞ্জিন উপলব্ধ, তবে কোম্পানি এই সিএনজি প্রযুক্তিকে আরও বড় ডিসপ্লেসমেন্ট মোটরসাইকেলে নিয়ে যেতে প্রস্তুত। তাই আগামী ১২-১৮ মাসের মধ্যে দেশে ১৫০ সিসি সিএনজি বাইক দেখার সম্ভাবনা রয়েছে বলে বাইকওয়ালের এক রিপোর্টে দাবি করা হয়েছে।
Bajaj Freedom 125 মোটরসাইকেলে ১২৫ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ৯.৫ হর্সপাওয়ার শক্তি এবং ৯.৭ এনএম টর্ক উৎপন্ন করে। সঙ্গে ছয় গতির গিয়ারবক্স উপলব্ধ। বাজাজ জানিয়েছে যে, সিএনজি মোডে চলার সময় বাইকটির সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা এবং পেট্রলে প্রতি ঘন্টায় ৯৩ প্রতি কিমি গতিতে ছুটতে পারে।
বাইকটি চালানোর খরচ একটি পেট্রল টু-হুইলারের তুলনায় প্রায় অর্ধেক। এতে ২ কেজি সিএনজি ট্যাঙ্ক ২০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জ প্রদান করে। উপরন্তু, মোটরসাইকেলটির ২ লিটার পেট্রল ট্যাঙ্ক একটি রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কাজ করে। সিএনজি জ্বালানি শেষ হয়ে গেলে পেট্রল ১৩০ কিলোমিটার বেশি রেঞ্জ প্রদান করে। সব মিলিয়ে ৩৩০ কিলোমিটার মাইলেজ। তবে সিটি ও হাইওয়েতে মাইলেজ কমবেশি হবে।