প্রতীকি ছবি (এআই)
ব্যাটারি চালিত তিন চাকার বাজারে নতুন যুগের সূচনা করতে চলেছে বাজাজ অটো। একটি ইলেকট্রিক রিকশা বা টোটোর পেটেন্ট জমা করেছে কোম্পানি। গত বছরই বাজাজ অটোর এমডি রাজীব বাজাজ জানিয়েছিলেন, আরও সাশ্রয়ী মূল্যের ব্যাটারি চালিত তিন চাকার গাড়ি আনবে তারা। তিনি যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন। তাই আরও নির্ভরযোগ্য এবং নিরাপদ সমাধান নিয়ে আসার চেষ্টা করছে বাজাজ অটো।
পেটেন্ট ডিজাইন থেকে স্পষ্ট ইঙ্গিত, বাজাজের নতুন ইলেকট্রিক থ্রি-হুইলারটির নকশা একদম সহজ। বক্সী ডিজাইন থাকবে, যা কেবিনের ভিতরে পর্যাপ্ত বসার জায়গা নিশ্চিত করে। তুলনামূলক চওড়া হবে গাড়িগুলি। বাইরের দিক থেকে বেশ সাধারণ, বৃত্তাকার হেডল্যাম্প এবং উন্নত দৃশ্যমানতার জন্য একটি প্রশস্ত উইন্ডস্ক্রিন থাকবে।
অন্যান্য ইলেকট্রিক তিন চাকার মতো, ব্যাটারি প্যাকটি চালকের আসনের নীচে লাগানো থাকবে। পাশাপাশি যাত্রীদের জন্য সাধারণ ব্যাকরেস্ট-সহ সমতল আসন পাওয়া যাবে। ন্যূনতম সেটআপের মাধ্যমে, কম দামে মেশিন তৈরি করা আরও সহজ হবে। কোম্পানির মতে, আজকাল যে ব্র্যান্ডবিহীন গাড়িগুলি রয়েছে তার বিপরীতে, এটির মান এবং সুরক্ষা আরও ভালো হবে। সুরক্ষার মান পূরণ করে যানবাহন তৈরি করার জন্য সম্পদ এবং দক্ষতা রয়েছে বাজাজের।
সাশ্রয়ী মূল্যের পাশাপাশি, বাজাজের নতুন তিন চাকার ইলেকট্রিক রিক্সা আরও সুবিধা প্রদান করতে পারে। উদাহরণস্বরূপ, একটি উন্নত মানের ব্যাটারি প্যাক থাকবে যা প্রয়োজনীয় পরীক্ষা এবং মূল্যায়নের মাধ্যমে ইন্সটল করা হবে। বাজারে উপলব্ধ আনব্র্যান্ডেড গাড়িগুলিতে ব্যবহৃত ব্যাটারি প্যাকের তুলনায় এটির দীর্ঘস্থায়ী জীবনকাল পাওয়া যাবে। পর্যাপ্ত জায়গা থাকার ফলে বেশি প্যাসেঞ্জার বসিয়ে অতিরিক্ত আয় করতে পারবে চালকরা।
এছাড়া, ব্যবহারকারীরা উচ্চতর রেঞ্জ এবং দ্রুত চার্জিং সময়ও আশা করতে পারেন। যার মুখ্য উদাহরণ, সম্প্রতি চালু হওয়া বাজাজ GoGo ইলেকট্রিক থ্রি-হুইলার, যা এই সেগমেন্টের সেরা, ফুল চার্জে ২৫১ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। মিলবে শক্তিশালী চ্যাসিস এবং মজবুত ধাতব বডি, যা গাড়ির আয়ু বৃদ্ধি করবে এবং সর্বোত্তম সম্ভাব্য পুনঃবিক্রয় মূল্য নিশ্চিত করবে। এগুলি ছাড়াও অ্যান্টি-থেফট অ্যালার্ম, পার্ক অ্যাসিস্ট্যান্স ইত্যাদি স্মার্ট ফিচার্সও পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.