নির্ভরযোগ্য এবং উচ্চ মাইলেজ যুক্ত বাইকের প্রসঙ্গ উঠলে সবার প্রথমে Hero Splendor-এর নামই মাথায় আসে। কিন্তু, ক্রেতাদের একটি অংশ মনে করেন এই বাইকের থেকে নাকি ভাল Bajaj Platina 110। ভারতীয় বাজারে একটি চমৎকার এবং বাজেট-বান্ধব মোটরসাইকেল হিসাবে পরিচিত বাজাজ প্ল্যাটিনা। এই মডেলটি বিশেষভাবে সেইসব রাইডারদের জন্য তৈরি করা হয়েছে, যাঁরা যতাদের দৈনন্দিন ভ্রমণের জন্য একটি আরামদায়ক, নিরাপদ এবং জ্বালানি-সাশ্রয়ী বিকল্প খুঁজছেন।
ডিজাইন ও পারফরম্যান্স
Bajaj Platina 110 এর ডিজাইন এবং পারফরম্যান্স বৈশিষ্ট্য এটিকে অত্যন্ত উপযুক্ত বিকল্প করে তোলে। সামনের অংশে রয়েছে আকর্ষণীয় হেডলাইট এবং নতুন স্টাইলের টার্ন সিগন্যাল। এছাড়াও, আরামের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে সিট, যাতে দীর্ঘ ভ্রমণের সময়ও রাইডার স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। মোটরসাইকেলটিতে রয়েছে শক্তিশালী সাসপেনশন সিস্টেম এবং স্টাইলিশ হুইল ডিজাইন, যা এটিকে প্রিমিয়াম চেহারা দেয়।
ইঞ্জিন ও ফিচার্স
১১৫.৪৫ সিসি ইঞ্জিন দ্বারা চালিত এই বাইক। যা সর্বোচ্চ ৮.৬ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। এই ইঞ্জিনের শক্তি এবং টর্ক বিভিন্ন পরিস্থিতিতে চমৎকার পারফরম্যান্স এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা প্রদান করে। এই বাইকে উপস্থিত BS6 ইঞ্জিন, যা পরিবেশ বান্ধব। বাইকের ট্যাংক ফুল করলে জ্বালানিতে প্রায় ৭০-৭৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। যা শহর ও গ্রাম উভয় পরিবেশের জন্য একটি অসাধারণ বিকল্প করে তোলে।
আরও পড়ুনঃ ভারতীয় ক্রেতাদের জন্য চোখ ধাঁধানো বাইক লঞ্চ করল কেটিএম, পাওয়ার অবাক করবে
বাজাজ প্লাটিনা ১১০-তে অসংখ্য আকর্ষণীয় বৈশিষ্ট্যও রয়েছে। এতে একটি আধুনিক ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল রয়েছে মিলবে, যা গতি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদর্শন করে। ডুয়াল স্পিডোমিটার, ইউএসবি চার্জিং পোর্ট এবং একটি উন্নত ব্রেকিং সিস্টেমও রয়েছে। বাইকটির উন্নত সাসপেনশন সিস্টেম শুধু ছোটখাটো ধাক্কা শোষণ করে না, বরং পাথুরে রাস্তায় দক্ষতার সঙ্গে চালাতে সাহায্য করে। এই মুহূর্তে বাইকটির এক্স-শোরুম দাম ৭২,০০০ টাকা।