অফিস হোক বা কাজের জন্য নিত্য যাতায়াত। দরকার যেটাই হোক না কেন, মাইলেজের বিচারে জুড়ি মেলা ভার হোন্ডা সাইন এবং বাজাজ প্ল্যাটিনার। দামে যেমন কম, তেমন দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু এই দুই বাইকের মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে কোনটা সেরা? আসুন জেনে নেওয়া যাক।
Bajaj Platina 100 বনাম Honda Shine
বাজাজ প্ল্যাটিনা বাইকে রয়েছে 102 সিসি ইঞ্জিন, যা সর্বোচ্চ 7.9 পিএস শক্তি এবং 8.3 এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 11 লিটার। এটির ওজন প্রায় 117 কেজি। ফিচার্স রয়েছে DRL, স্পিডোমিটার, টেকোমিটার, ফুয়েল গজ এবং অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেম। অন্যদিকে, হোন্ডা সাইনে রয়েছে 123 সিসি BS6 ইঞ্জিন, যা 7.9 কিলোওয়াট শক্তি এবং 11 এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। এই বাইক 5টি রংয়ে বাজারে বিক্রি হয়।
কার মাইলেজ বেস্ট?
বাজাজ প্ল্যাটিনার মাইলেজ 72 কিমি প্রতি লিটার। এতে 11 লিটার ফুয়েল ক্যাপাসিটি হওয়ায় ট্যাংক ফুল করলে অনেকটা পথ যাওয়া সম্ভব। অন্যদিকে, হোন্ডা সাইনের মাইলেজ 55 কিমি প্রতি লিটার। আর এতে রয়েছে 10.5 লিটার ফুয়েল ট্যাংক। অর্থাৎ ট্যাংক ফুল করলে 550 কিলোমিটার যেতে পারবে এই বাইক।
দাম কত?
বাজারে হোন্ডা সাইনের দাম 82,069 টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে, বাজাজ প্ল্যাটিনা 100 এর দাম 66,840 টাকা (এক্স-শোরুম)। দাম ও মাইলেজের বিচারে তুলনা করলে দেখা যায়, বাস্তব পরিস্থিতিতে এগিয়ে রয়েছে বাজাজ প্ল্যাটিনা 100।