অটোকার

নতুন বছরের শুরুতেই খারাপ খবর শোনাল Bajaj, বন্ধ হল জনপ্রিয় Pulsar বাইকের বিক্রি

Published on:

Bajaj pulsar f250 discontinued in india

বাইকের দুনিয়ায় পালসার জনপ্রিয় একটি নাম। দু’দশকের বেশি সময় ধরে বাজারে বিক্রি হচ্ছে এই সিরিজের মোটরসাইকেল। তবে এদিন একটি খারাপ খবর দিল বাজাজ। পালসার সিরিজের অন্যতম মডেল Pulsar F250 বাইকের বিক্রি করার সিদ্ধান্ত নিল কোম্পানি। অফিশিয়াল ওয়েবসাইট থেকে বাইকটি সরিয়ে নিয়েছে কোম্পানি। ডিলারদের নতুন ইউনিট দেওয়া হচ্ছে না বলেও জানা গিয়েছে। অর্থাৎ শোরুমে গেলে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

Bajaj Pulsar F250 বাইকের বিক্রি বন্ধ হল

লক্ষণীয় বিষয়, বাইকটির বয়সও খুব বেশি নয়। 2021 সালের শেষের দিকে লঞ্চ হয় পালসার F250। অন্য একটি মডেল N250 এর সঙ্গে এটিও বাজারে হাজির করেছিল কোম্পানি। তবে বাজাজ এদিন জানিয়েছে, N250 এর বিক্রি জারি থাকবে। ওই বাইকটি অফিশিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত রয়েছে। কিন্তু কী কারণে F250 বন্ধ করতে বাধ্য হল বাজাজ?

WhatsApp Community Join Now

বিক্রি তলানিতে

জানা গিয়েছে, কোম্পানির আশা ছিল, F250 লঞ্চ করার সাথে বিখ্যাত Pulsar 220F বিক্রি কমবে এবং গ্রাহকরা F250 মডেলটি বেছে নেবেন। কিন্তু হল তার ঠিক উল্টো। বিক্রি তলানিতে নেমে যাওয়ায় F250 মডেল বন্ধ করার সিদ্ধান্ত নিল বাজাজ অটো। যেখানে Pulsar 220F এর চাহিদা কমার কোনও লক্ষণ নেই।

বাজারে একটা ধারণা রয়েছে, ভারতীয় গ্রাহকরা ফেয়ার্ড এবং সেমি-ফেয়ার্ড মোটরসাইকেলের পছন্দ করতেন। কিন্তু গত তিন বছরে, গ্রাহকদের আচরণে পরিবর্তন এসেছে। আরও আক্রমণাত্মক এবং নেকেড ডিজাইনের বাইক বেছে নিচ্ছেন তারা। ফলে সেমি ফেয়ার্ড বাইকের চাহিদা কমেছে দেশে।

যদিও নির্দিষ্ট একটি মডেল বন্ধ করে দেওয়ার পর, কয়েক বছর পর সেটি নতুন রূপে ফিরিয়ে আনার জন্য পরিচিত বাজাজ। F250 বাইকের ক্ষেত্রে সেটা হয় কিনা এখন দেখার বিষয়। বাজারে মোটরসাইকেলটির শেষ এক্স-শোরুম প্রাইস ছিল 1.44 লাখ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন