একটা প্রিমিয়াম মোটরসাইকেলের দামে পেয়ে যাবেন আস্ত চার চাকা গাড়ি। আশ্চর্যের বিষয় হল, ভারতীয় বাজারেই পাবেন এমন মডেল। এই বৈদ্যুতিক গাড়ির নাম MG Comet EV। দেশের বাজারে বেশ পরিচিত এই ব্যাটারি চালিত গাড়ি। প্রতিযোগিতামূলকভাবে দামের দিক দিয়ে এটি বেশ আকর্ষণীয়। এই গাড়ি আয়তনে বাকি চার চাকার তুলনায় বেশ ছোট। যে কারণে এটির পার্কিংয়ে সমস্যা নেই। শহরের মধ্যে যাতায়াতের জন্য দারুন বিকল্প।
গাড়ির দাম কত?
এমজি কমেট ইভির এক্স-শোরুম মূল্য ৬.৯৯ লক্ষ টাকা থেকে শুরু। টপ ভ্যারিয়েন্টের দাম ৯.৬৫ লক্ষ টাকা। দিল্লিতে গাড়ির দাম প্রায় ৭.৫০ লক্ষ টাকা। এই গাড়ির বেস মডেলের অর্থায়ন সম্পর্কেও বিস্তারিত তথ্য জানানো হল প্রতিবেদনে।
EMI ও কত ডাউন পেমেন্ট জেনে নিন
MG Comet EV কিনতে হলে আপনাকে ৫০,০০০ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। যার জন্য প্রায় ৭ লক্ষ টাকা ব্যাঙ্ক লোন প্রয়োজন। চার বছরের মেয়াদে ৮ শতাংশ সুদের হার ধরলে, মাসিক কিস্তির অঙ্ক হবে ১৭,০০০ টাকা। চার বছরে ব্যাঙ্ককে মোট ৮.২০ লক্ষ টাকা পরিশোধ করতে হবে।
গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলি, তাহলে এতে পাবেন ১৭.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা ৪২ পিএস শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়াও, এতে একটি ৩.৩ কিলোওয়াট চার্জার রয়েছে, যা প্রায় ৫ ঘন্টায় ৮০ শতাংশ চার্জ করতে সক্ষম।
আরও পড়ুনঃ মাত্র ২৫ জন কিনতে পারবে, অসাধারণ বাইক এনে চমকে দিল Royal Enfield
সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৭ ঘন্টা সময় নেয়। তবে, ৭.৪ কিলোওয়াট এসি ফাস্ট চার্জার ব্যবহার করলে ০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে মাত্র ২.৫ ঘন্টা সময় লাগবে। কোম্পানির দাবি, এমজি কমেট ইভি একবার ফুল চার্জে ২৩০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। গাড়ির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ১০.২৫ ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন, একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং রিয়েল-টাইম ট্র্যাফিক আপডেট।