অটোকার

দিল্লি-মুম্বাই বাদ, বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়তে এই শহরে ৮৫ হাজার কোটি টাকা লগ্নি চীনা সংস্থার

Published on:

byd to setup rs 85 000 crore ev factory in hyderabad report

বৈদ্যুতিক গাড়ির ব্যাপারে সম্পর্কে যাঁরা অল্প বিস্তর জানেন তাঁরা BYD বা বিল্ড ইওর ড্রিমস নামক চিনা সংস্থার নাম শুনে থাকবেন। বিশ্ব বাজারে টেসলার মতো জনপ্রিয় মার্কিন ব্র্যান্ডকে রীতিমতো চ্যালেঞ্জ দিচ্ছে এই সংস্থা। ভারতেও পাওয়া যায় তাদের বৈদ্যুতিক গাড়ি। তবে সংখ্যা সীমিত, যা বৃদ্ধি করতে এবার বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নিল বিওয়াইডি।

আরও একবার ব্রাত্য হল কলকাতা। নিজামের শহর হায়দরাবাদে ৮৫,০০০ কোটি টাকা লগ্নি করে কারখানা গড়ে তুলবে চীনের এই সংস্থা। ৫০০ একর জমির উপর তৈরি হবে ওই কারখানা। লক্ষ্য, ২০৩২ সালের মধ্যে ৬ লাখ বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা। বলা বাহুল্য, সংস্থাটির এই পরিকল্পনায় প্রচুর মানুষের কর্মসংস্থানও তৈরি হতে পারে।

সূত্রের খবর, সংস্থাটি প্রথমে তেলেঙ্গানায় জমির সন্ধান শুরু করেছিল। তবে জানা যাচ্ছে, খুব সম্ভবত তারা হায়দরাবাদকেই চূড়ান্ত স্থান হিসেবে বেছে নিতে চলেছে। প্রসঙ্গত, ভারতে টেসলার আসার আগেই এই বিপুল বিনিয়োগের ঘোষণা, চীনের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, এই কারখানায় ব্যাটারি উৎপাদন ইউনিটের ক্ষমতা হবে ২০ গিগাওয়াট আওয়ার। এমন ক্ষমতা সম্পন্ন একটি কারখানা, ভারতের মতো দাম সংবেদনশীল বৈদ্যুতিক গাড়ির বাজারে খরচ কমাতে এবং জমি শক্ত করতে সাহায্য করবে সংস্থাটিকে। এই কারখানার উৎপাদন প্রক্রিয়া ও কার্যক্রম শুরু হলে, হায়দরাবাদ আগামীদিনে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইতিমধ্যে, বৈদ্যুতিক গাড়িকে উৎসাহ দেওয়ার জন্য উল্লেখযোগ্য প্রণোদনা সহ একটি নতুন বৈদ্যুতিক যানবাহন নীতি চালু করেছে ওই রাজ্যের সরকার। যেখানে সকল ধরনের বৈদ্যুতিক যানবাহনের জন্য সড়ক কর এবং নিবন্ধন ফি থেকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়া যাবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।