টু-হুইলারের মার্কেটে একের পর এক নতুন বাইক এনে চমকে দিয়েছে CFMoto। এবার সংস্থাটি স্কুটারের বাজারেও পা রাখলো। সম্প্রতি তারা চীনে রেট্রো লুক সহ CFMoto 150 Aura স্কুটার লঞ্চ করছে। চীনে এর দাম রাখা হয়েছে ১১৯৮০ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪৬ লাখ টাকা। তবে এই মুহূর্তে ভারতে এটি আসবে কিনা তা কোম্পানির তরফে নিশ্চিত করা হয়নি।
রেট্রো শব্দটা থেকে পরিষ্কার যে নতুন এই স্কুটারে পুরানো দিনের ছোঁয়া পাওয়া যাবে। এই স্কুটারে রয়েছে গোলাকৃতি এলইডি হেডলাইট, চওড়া কার্ভযুক্ত বডি প্যানেল, আর একদম ফ্ল্যাট একটি সিট। এর ডিজাইনের সাথে আপনি Lambretta V200 বা Keeway Sixties 300i এর কিছুটা মিল পেলেও অনেক ক্ষেত্রে পার্থক্য নজরে পড়বে।
পারফরম্যান্সের জন্য CFMoto 150 Aura স্কুটারে ১৫০ সিসি লিকুইড-কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে, যা সর্বোচ্চ ১৫.৮ বিএইচপি পাওয়ার ও ১৪.৩ এনএম টর্ক জেনারেট করতে পারবে। এর ওজন মাত্র ১৩২ কেজি।
নতুন এই স্কুকারে ১২ ইঞ্চি অ্যালয় হুইল দেওয়া হয়েছে। ব্রেকিংয়ের জন্য সামনে ও পিছনে আছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল-চ্যানেল এবিএস। এই স্কুটারে ৬.২ ইঞ্চির TFT ডিসপ্লে পাওয়া যাবে। এছাড়া এর অন্যান্য ফিচারের মধ্যে আছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, NFC দিয়ে কী-লেস স্টার্ট, এবং ফাস্ট চার্জিং পোর্ট। এমনকি এতে অ্যাকশন ক্যামেরা কানেক্ট করার সুবিধাও আছে। আর CFMoto 150 Aura স্কুটারে ‘Motoplay’ প্ল্যাটফর্মের মাধ্যমে ফুলস্ক্রিন ন্যাভিগেশনও সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.