ভারতের মোটরসাইকেলের বাজারে প্রত্যাবর্তন করতে চলেছে চিনের বিখ্যাত টু-হুইলার কোম্পানি সিএফমোটো (CFMoto)। বিগত কয়েক বছরে আন্তর্জাতিক বাজারে দারুন সাফল্য পেয়েছে কোম্পানিটি। এবার ভারতেও সেই ছন্দ ধরে রাখার চেষ্টায় নামছে তারা। জানা গিয়েছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে নতুন বাইকের হাত ধরে এ দেশে প্রত্যাবর্তন করতে পারে তারা। এই বাইকটির নাম 450MT।
২০১৯ সাল থেকে সীমিত সময়ের জন্য দেশে বাইকের বিক্রি জারি রেখেছিল কোম্পানি। দেশে BS6 নিয়ম চালু হওয়ার পর কিছু বাইক নতুন নির্গমন বিধি মেনে আপডেট করেছিল সংস্থা। তবে কম চাহিদার জন্য বিক্রি স্থগিত রাখা হয়। হায়দরাবাদের AMW মোটরসাইকেল নামক কোম্পানির মাধ্যমে দেশে বাইক বিক্রি করত চিনা বাইক নির্মাতা। এবার শোনা যাচ্ছে, নতুন পার্টনারের সঙ্গে হাত মেলাতে চলেছে সিএফমোটো।
উল্লেখ্য বিষয়, দেশে শেষবার যখন বাইক বিক্রি করেছিল কোম্পানি তখন আর এখনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। ইতিমধ্যে ইউরোপে বেশ কিছু প্রিমিয়াম বাইক এনেছে তারা। এর মধ্যে সম্ভবত সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে CFMoto 450MT অ্যাডভেঞ্চার বাইক। এতে রয়েছে প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন এবং দুর্দান্ত অফ রোডিং দক্ষতা।
বাইকে পাওয়া যাবে ২১/১৮ ইঞ্চির চাকা, ২০০ মিলিমিটার সাসপেনশন ট্রাভেল এবং ৮০০ মিলিমিটার উঁচু সিট। এই বাইকটির দামও কম রাখতে পারে কোম্পানি, যাতে অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে রয়্যাল এনফিল্ড এবং কেটিএমকে টক্কর দিতে পারে। এই বাইকের দামের উপর তো নজর থাকবেই, পাশাপাশি MT450 এর পর আরও বেশ কিছু মোটরসাইকেল আনার প্রস্তুতি করছে কোম্পানি। সবমিলিয়ে ভারতের বাজার পাখির চোখ করেছে চিনের সিএফমোটো।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.