Ducati DesertX Discovery প্রত্যাশামতোই আজ ভারতে লঞ্চ হয়ে গেল। এই মোটরসাইকেলটির দাম ২১.৭৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। জানিয়ে রাখি, এটি টু-হুইলারের জগতে বিপুল প্রশংসিত DesertX-এর ট্যুরিং-রেডি ভেরিয়েন্ট হিসেবে এসেছে। ট্যুরিং-ফ্রেন্ডলি করে তোলার উদ্দেশ্যে এই বাইকটিতে আরামপ্রদ যাত্রার উপযুক্ত জিনিসপত্র রয়েছে।
Ducati DesertX Discovery লঞ্চ হল ভারতে
ডুকাটি ডিজার্টএক্স ডিসকভারিতে হিটেড গ্রিপ, টুরিং উইন্ডস্ক্রিন, সেন্টার স্ট্যান্ড এবং অ্যালুমিনিয়াম প্যানিয়ার রয়েছে। এছাড়াও, ডুকাটি মোটরবাইকটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলিকে সুরক্ষিত রাখার জন্য একটি বুল বার, রেডিয়েটর গার্ড এবং কম্প্রিহেনসিভ ইঞ্জিন ব্যাশ প্লেট দিয়েছে। বাইকটিতে ডুকাটি রেড ও থ্রিলিং ব্ল্যাকের সংমিশ্রণ রয়েছে ও সাথে সাদা রঙের ছোঁয়া আছে।
হাই-পারফরম্যান্সের জন্য, ডুকাটির নতুন ডিজার্টএক্স ডিসকভারি একটি ৯৩৭ সিসির, এল-টুইন ইঞ্জিন দ্বারা পরিচালিত, যা ৯,২৫০ আরপিএম গতিতে ১০৮ বিএইচপি এবং ৯২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি ছয়-স্পিড গিয়ারবক্সের সাথে সংযুক্ত। ব্রেকিং সংক্রান্ত কার্য সম্পাদনার জন্য সামনে ৩২০ মিমি ডিস্ক ব্রেক ও পিছনে ২৬৫ মিমি ড্রাম ব্রেক রয়েছে।
সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের প্রান্তে ৪৬ মিমি ফুল অ্যাডজাস্টেবল ইউএসডি ফর্ক এবং পিছনে কেওয়াইবি মনোশক বর্তমান। বাইকটিতে রাইড মোড, পাওয়ার মোড, হুইলি কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, বি ডিরেকশনাল কুইকশিফটার, ক্রুজ কন্ট্রোল সহ নানা ফিচার্স রয়েছে। এটি সমস্ত ডিলারশিপে পাওয়া যাচ্ছে এবং শীঘ্রই ডেলিভারি শুরু হবে।