বাজারে কমতে শুরু করেছে ইলেকট্রিক গাড়ির দাম। এর কারণ হিসাবে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন, অতিরিক্ত ইনভেন্টরি (অবিক্রিত গাড়ি), কম কম্পোনেন্ট খরচ এবং কর্পোরেট গড় জ্বালানি দক্ষতার নিয়ম। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ইলেকট্রিক গাড়ি ও ইলেকট্রিক টু-হুইলার দুটোই সস্তায় মিলছে বাজারে।
স্টলকে থাকা গাড়িগুলি দ্রুত খালি করতে আকর্ষণীয় ছাড় দিচ্ছে ব্র্যান্ডগুলি। Nexon EV এবং XUV400 EV-এর মতো জনপ্রিয় ইলেকট্রিক গাড়িগুলিতে 3 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। গাড়ির মডেলের উপর নির্ভর করে ইলেকট্রিক টু-হুইলারে ছাড় রয়েছে 10 শতাংশ থেকে 20 শতাংশ পর্যন্ত। বিশেষ করে, Hero Motocorp এর Vida V1 Pro এবং V1 Plus স্কুটারে, যথাক্রমে : 25,000 টাকা এবং 10,000 টাকা ছাড় রয়েছে।
ফ্লিপকার্টের মতো অনলাইন মার্কেটপ্লেসগুলিতেও ইলেকট্রিক দু-চাকার গাড়িগুলিতে 2,500 টাকা থেকে 5,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। Ather Energy এর স্কুটারগুলি যেমন Rizta এর উপর 3,000 থেকে 6,700 টাকা এবং 450 সিরিজের উপর 5,000 থেকে 7,000 টাকার ছাড় রাখা হয়েছে।
এই ছাড়ের বেশিরভাগ দিচ্ছে গাড়ি নির্মাতারা। বাকিটা দিচ্ছে ডিলারশিপগুলি। এক্সচেঞ্জ বোনাস পৌঁছে গিয়েছে 15,000 টাকায়। পাওয়া যাচ্ছে 3,000 থেকে 5,000 টাকার ট্রেড ডিসকাউন্ট। বিশেষজ্ঞরা বলছেন, উৎসব মরশুমে বিক্রি না হওয়া গাড়ি এবং অতিরিক্ত উৎপাদনের ফলে বেঁচে যাওয়া ইনভেন্টরি দ্রুত খালি করার জন্য এই সব অফার আনা হচ্ছে।
ইক্রার সিনিয়র ভিপি এবং কো-গ্রুপ হেড (কর্পোরেট রেটিং) শ্রীকুমার কৃষ্ণমূর্তি জানিয়েছেন, “উচ্চ ইনভেন্টরির (বিশেষত যাত্রীবাহী গাড়ি) ক্ষেত্রে উৎসব এবং উৎসব-পরবর্তী সময়ে সমগ্র অটো সেক্টরে ডিসকাউন্ট এবং প্রচারমূলক অফারগুলি বেশি ছিল। তাঁর মতে, বিশ্বজুড়ে কমছে ইলেকট্রিক গাড়ির বিক্রির গতি। বৃদ্ধির হার কমলেও আরও একটি রেকর্ড বছরের দিকে এগোচ্ছে ইভি বিক্রির পরিমাণ।”