৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা সহ বাজারে এন্ট্রি নিচ্ছে Lava Blaze Dragon 5G, থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর

Lava গত মাসেই বাজারে এনেছে স্টর্ম সিরিজের দুটি নতুন ফোন – Storm Play ও Storm Lite। এবার সংস্থাটি ব্লেজ সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। গত কয়েক সপ্তাহ ধরে Lava Blaze Lite 5G সম্পর্কে তথ্য সামনে আসায় অনেকে ভেবেছিলেন, এই ডিভাইসটি বাজারে আসবে। যদিও এই ফোনের বিষয়ে সংস্থাটি এখনও কিছু ঘোষণা করেনি। এর পরবর্তে তারা নিয়ে আসছে একেবারে নতুন একটি ফোন, Lava Blaze Dragon 5G। আজ এর লঞ্চের তারিখও নিশ্চিত করা হয়েছে।

Lava Blaze Dragon 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে

লাভা ব্লেজ ড্রাগন ৫জি ফোনটির লঞ্চ তারিখ আজ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে ডিভাইসটি। অ্যামাজনে ইতিমধ্যেই এর জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে, সেখান থেকে হ্যান্ডসেটটি সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে। লঞ্চের পর লাভা ব্লেজ ড্রাগন ৫জি অ্যামাজন থেকে কেনা যাবে।

ডিজাইনের কথা বললে এই ফোনের পিছনের দিকে দেখা যাবে ডুয়েল-টোন ফিনিশ। এখানে দুটি ক্যামেরা সেন্সর ও একটি LED ফ্ল্যাশ থাকবে। প্রাইমারি ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা হবে বলে জানা গেছে।

পরিচিত টিপস্টার @stufflistings সম্প্রতি লাভা ব্লেজ ড্রাগন ৫জি এর লাইভ ইমেজ শেয়ার করেছেন। জানা গেছে, এটি ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। আর ক্যামেরা মডিউলে এক ধরনের রেইনবো এফেক্ট দেখা যাবে।

পারফরম্যান্সের জন্য Lava Blaze Dragon 5G ডিভাইসে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হবে। এটি ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে। তবে এর ব্যাটারি ক্যাপাসিটি এখনও জানা যায়নি।