ভারতের ইলেকট্রিক গাড়ির বাজার আবার ছন্দে ফিরছে। অটোমোবাইল ডিলার্স এসোসিয়েশন বা ফাডা (FADA)-এর প্রকাশিত তথ্য অনুসারে, ফেব্রুয়ারিতে বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ির বিক্রি ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত মাসে ৮,৯৬৮ ইউনিট বিক্রি হয়েছে দেশে, যার মধ্যে সবথেকে বেশি গাড়ি বিক্রি করেছে টাটা মোটরস। তুলনাস্বরূপ, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছিল ৭,৫৩৯ ইউনিট।
এক্ষেত্রে জানিয়ে রাখি, টাটা মোটরস (Tata Motors) গত মাসে ৩,৮২৫ গাড়ি বিক্রি করেছে, যেখানে এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) বিক্রি করেছে ৩,২৭০ ইউনিট। ফলে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে রতন টাটার সংস্থা। ফাডার সভাপতি সি এস ভিগনেশ্বর এক বিবৃতিতে বলেছেন, “ইলেকট্রিক প্যাসেঞ্জার ভেহিকেল বার্ষিক ১৮.৯৫ শতাংশ বৃদ্ধি রেজিস্টার করেছে, যা ক্রমবর্ধমান গ্রাহক সচেতনতা এবং ব্যক্তিগত চলাচলের ক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহন গ্রহণের প্রতিফলন। মোট গাড়ির বাজারে এখন ৩ শতাংশ বৈদ্যুতিক গাড়ি।”
যদিও বৈদ্যুতিক দু’চাকার চাহিদা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। গত মাসে ৭৬,০৮৬ ইউনিট বিক্রি হয়েছে, যা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৮২,৭৪৫ ইউনিটের তুলনায় ৮ শতাংশ কমেছে। গত মাসে বাজাজ অটো ২১,৩৮৯ ইউনিট ইলেকট্রিক স্কুটার বিক্রির মাধ্যমে এই বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছে।
ফাডার সভাপতি বলেন, “বৈদ্যুতিক দু’চাকার গাড়ির বাজার ৮.০৫ শতাংশ হ্রাস পেলেও, বাজারে ৫.৬ শতাংশে অংশীদারিত্ব বজায় রেখেছে, যা সাশ্রয়ী মূল্যের ইভি মোবিলিটি সলিউশনের টেকসই চাহিদাকে তুলে ধরে।”
অন্যদিকে, ফেব্রুয়ারিতে বৈদ্যুতিক তিন চাকার বিক্রি ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৩,১১৬ ইউনিটে দাঁড়িয়েছে। এবং, বৈদ্যুতিক বাণিজ্যিক যানবাহন বিক্রি ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ফেব্রুয়ারিতে ৮৫৬ ইউনিটে পৌঁছেছে। সি এস ভিগনেশ্বর যোগ করেন, “একটি শিল্প হিসেবে, ভারতে ইভি গ্রহণের জন্য চার্জিং অবকাঠামো, নীতি প্রণোদনা এবং সচেতনতামূলক উদ্যোগ বৃদ্ধির জন্য আমাদের অবশ্যই সহযোগিতামূলক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.