অটোকার

Indian Army Force Gurkha: শত্রুরা পালিয়ে যাবে কোথায়! সেনাবাহিনী পাচ্ছে প্রায় তিন হাজার অত্যাধুনিক গাড়ি

Published on:

force motors bags order of 2978 gurkhas from indian defence forces

অফ-রোডিং অর্থাৎ পাথুরে ও রুক্ষ জমিতে পারদর্শী SUV বানিয়ে থাকে Force Motors। এই কোম্পানির ট্রাভেলারও দেশজুড়ে জনপ্রিয়। তবে সংস্থার Gurkha নামক যে SUV রয়েছে তা গাড়ি বাজারে এক আলাদাই পরিচিত গড়ে তুলেছে। এবার এই গাড়ির ২৯৭৮টি ইউনিট ভারতীয় সেনাকে সরবরাহ করতে চলেছে সংস্থা।

জানা গিয়েছে, সেনাবাহিনী এবং ভারতীয় এয়ার ফোর্স উভয়ের অপারেশনাল চাহিদা মেটাতে গাড়িগুলি ডিজাইন করেছে ফোর্স মোটরস। উল্লেখযোগ্য তথ্য হল, ২০১৮ সাল থেকে প্রতিরক্ষা খাতে, বিশেষ করে গুর্খা এলএসভি (লাইট স্ট্রাইক ভেহিকেল) যানবাহন সরবরাহ করে আসছে সংস্থাটি।

কীসের জন্য বিখ্যাত ফোর্স গুর্খা SUV?

ফোর্স গুর্খা একটি সক্ষম ৪×৪ অফ-রোডিং গাড়ি হিসেবে পরিচিত। এর বক্সী ডিজাইন, লম্বা নকশা, উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৬০০ মিমি জল-ওয়েডিং গভীরতা সক্ষম করতে পারে, এমন শক্তিশালী চেহারা রয়েছে। এই গাড়িটি মার্সিডিজের G-Wagen থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি। যার মধ্যে রয়েছে গোলাকার এলইডি হেডলাইট, ফেন্ডার-মাউন্টেড ইন্ডিকেটর এবং একটি টেলগেট-মাউন্টেড স্পেয়ার হুইল।

গ্রাহকদের জন্য গুর্খা ৩ দরজা এবং ৫ দরজা উভয় বিকল্পেই পাওয়া যাবে। ভিতরে রয়েছে, ডুয়াল-টোন আপহোলস্ট্রি এবং একটি ড্যাশবোর্ড। যেখানে ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ৭ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য, একাধিক ইউএসবি পোর্ট, আলাদা আর্মরেস্ট এবং কাপহোল্ডার।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে, আরও ভালভাবে সামঞ্জস্যপূর্ণ করার জন্য গাড়ির ভিতরে নানা পরিবর্তন আনা হতে পারে। ফোর্স গুর্খা গাড়িতে ইঞ্জিন রয়েছে ২.৬ লিটার ডিজেল ইঞ্জিন, যা ১৩৮ হর্সপাওয়ার এবং ৩২০ এনএম পিক টর্ক উৎপন্ন করে। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং ৪x৪ ড্রাইভট্রেন। এছাড়াও রয়েছে, ইলেকট্রনিক ডায়াল এবং একটি শিফট-অন-দ্য-ফ্লাই ফাংশন।