গাড়ির থেকেও শক্তিশালী বাইক আনল হার্লি ডেভিডসন, দাম প্রায় ১ কোটি টাকা!

আমেরিকার আইকনিক টু-হুইলার ব্র্যান্ড Harley Davidson তাদের সবচেয়ে শক্তিশালী প্রোডাকশন মোটরসাইকেল উন্মোচন করেছে। নতুন এই মডেলটির নাম CVO Road Glide RR স্পেশাল এডিশন। নাম শুনেই বুঝতে পারছেন যে এটি সীমিত সংস্করণ হিসেবে এসেছে। বিশ্বব্যাপী মাত্র ১৩১ ইউনিট কেনার জন্য উপলব্ধ হবে। গাড়ির মতো পাওয়ারফুল ইঞ্জিন, বিশাল চেহারা, ও কার্বন ফাইবারের তৈরি কম্পোনেন্ট এটির প্রধান বিশেষত্ব।
২১৪৭ সিসির অসীম ক্ষমতাশালী ইঞ্জিন
হার্লি ডেভিডসনের এই মোটরসাইকেলে ২১৪৭ সিসি পাওয়ারট্রেন রয়েছে যা সংস্থার ১৯৮২ সিসি ইঞ্জিনের বর্ধিত সংস্করণ। এটি ৬,৫০০ আরপিএমের রেডলাইনে রেভ করে ১৫২ হর্সপাওয়ার এবং ২০৪ এনএম টর্ক আউটপুট দেয়। আবার যে মডেলের উপর ভিত্তি করে এটি তৈরি, সেই CVO Road Glide ST-এর থেকে ২২.৭ কেজি হালকা। ফলে উন্নত পাওয়ার টু ওয়েট রেশিওর কারণে অসাধারণ পারফরম্যান্স পাওয়া যাবে।
প্রিমিয়াম হার্ডওয়্যার
কোম্পানিটি বডিওয়ার্কের জন্য প্রচুর কার্বন ফাইবার ব্যবহার করে ওজন কমাতে সক্ষম হয়েছে। যদিও তার পরেও এটি ৩৫৬ কেজি ভারী। পাওয়ারফুল ইঞ্জিনকে সঙ্গত দিতে প্রিমিয়াম হার্ডওয়্যার রেখেছে হার্লি। ব্রেকিং এর জন্য ব্রেম্বো জিপি৪-আরএক্স সিএনসি ক্যালিপার এবং টি-ড্রাইভ রোটর রয়েছে। শক অ্যাবজর্পশনের দায়িত্ব সামলায় সম্পূর্ণরূপে সামঞ্জস্যযোগ্য ওহলিন্স সাসপেনশন। বিলেট অ্যালুমিনিয়াম সুইংআর্ম এবং ফুটপেগ ও কাস্ট অ্যালুমিনিয়াম চাকা হার্ডওয়্যার প্যাকেজটি সম্পূর্ণ করে তুলেছে।
ফিচার্স ও দাম
ট্র্যাক ও ট্র্যাক প্লাস রাইড মোড, কর্নারিং ট্র্যাকশন কন্ট্রোল, কর্নারিং এবিএস, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম বা টিপিএমএস, ভেহিকেল হোল্ড কন্ট্রোল, ইলেকট্রনিক লিঙ্ক ব্রেকিং, ১২.৩-ইঞ্চি টিএফটি স্ক্রিন এবং রকফোর্ড ফসগেট স্টেজ ৩ অডিও সিস্টেম পেয়েছে CVO Road Glide RR স্পেশাল এডিশন। বাইকটির প্রতিটি ইউনিটের দাম ১,১০,০০০ মার্কিন ডলার রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫.৭৭ লক্ষ টাকা)। এটি এ দেশে কবে আসবে তা এখনও ঘোষণা হয়নি।