অটোকার

নতুন বছরে বড় চমক, তরুণ প্রজন্মের জন্য পাওয়ারফুল স্পোর্টস বাইক আনছে হিরো

Published on:

Hero Karizma 421 design patented in india launch expected in 2025

বাজারে কোম্পানি যে নতুন বাইক আনতে চলেছে সেই ইঙ্গিত অনেকটাই স্পষ্ট। এবার সেই বাইকের ডিজাইনের পেটেন্ট জমা করল Hero MotoCorp। এক রিপোর্টে দাবি, এটি হতে পারে Karizma 421 মডেল। যদিও এখনও কিছু নিশ্চিত করেনি কোম্পানি। তবে ডিজাইন দেখে সেটাই মনে করছেন অনেকে। গত বছর Karizma বাইকটিকে পুনর্জন্ম দিয়েছে হিরো। আর এখন যে বাইকটির ডিজাইন পেটেন্ট করা হয়েছে, সেটা ওই মডেলের বড় ভার্সন।

স্পোর্টস ট্যুরার বাইক যে ধাঁচে বানানো হয়, সেরকমই ডিজাইন রয়েছে এই মডেলে। সেমি-ফেয়ার্ড নকশা এবং বড় ইঞ্জিন ক্যাপাসিটির সঙ্গে বাজারে আসবে এই মোটরসাইকেল। Karizma নামটি হিরোর কাছে একটি বড় ব্র্যান্ড হয়ে উঠেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বাংলাদেশেও লঞ্চ করা হয়েছে এই বাইক। অতএব, এটির আরও উন্নত সংস্করণ যে আসতে পারে সেই সম্ভাবনা ছিল।

WhatsApp Community Join Now

এই বাইকে থাকতে পারে 421 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ 40 হর্সপাওয়ার এবং 45 এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে পাবেন 6 স্পিডের গিয়ার। এছাড়াও, LED লাইটিং, ডুয়াল চ্যানেল ABS, উন্নত সাসপেনশন, ডিস্ক ব্রেক এই সমস্ত ফিচার্স থাকবে বাইকে। দেশের বাজারে হিরো ক্যারিশমা যখন প্রথম লঞ্চ হয়েছিল, তখন এটি স্পোর্টস বাইক হিসাবেই বিবেচনা করা হয়েছিল।

যে নতুন ও বড় সংস্করণটি আসতে চলেছে সেটি ক্যারিশমা নামের ঐতিহ্য কতটা রাখতে সফল হয় সেটাই এখন দেখার। 2025 সালে অথবা 2026 সালের শুরুতে বাইকটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। অপেক্ষা এখন কোম্পানির পরবর্তী ঘোষণার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন