এই বছর দেশে পাঁচটি নতুন বাইক এবং স্কুটার লঞ্চ করতে চলেছে Hero MotoCorp। ভারত মোবিলিটি এক্সপো ইভেন্টে নয়া মডেলগুলি উন্মোচন করতে পারে দেশের বৃহত্তম টু-হুইলার সংস্থাটি। তাই নতুন দুই চাকা গাড়ির প্ল্যান করলে আর কিছুদিন অপেক্ষা করে যান৷ চলুন দেখে নিই, এই বছর হিরোর কোন কোন স্কুটার ও মোটরসাইকেল বাজারে লঞ্চ হবে।
এন্ট্রি-লেভেল অ্যাডভেঞ্চার বাইক Xpulse এর 2025 সংস্করণ আসতে চলেছে। গত বছরের EICMA- তে Xpulse 210 উন্মোচন করেছিল কোম্পানি এবং বাইকটি ভারতীয় ক্রেতাদের মধ্যে বেশ উত্তেজনা সৃষ্টি করেছিল। বাইকের পারফরম্যান্সে বড় পরিবর্তন দেখা যাবে। এতে একটি নতুন 210 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুলড ইঞ্জিন থাকবে, যা 25 হর্সপাওয়ার এবং 20 এনএম পিক টর্ক উৎপন্ন করে।
জনপ্রিয় বাইক ক্যারিশমার নতুন মডেল হাজির করতে চলেছে হিরো। এটি আরও শক্তিশালী সংস্করণ হবে বলে দাবি করা হয়েছে। বাইকের স্টাইলিংয়েও উল্লেখযোগ্য পরিবর্তন থাকতে পারে। এটি দেশে লঞ্চ হলে চ্যালেঞ্জের মুখে পড়বে জাপানি মোটরসাইকেলগুলি।
Xtreme 250R হল Karizma XMR 250- এর নেকেড সংস্করণ৷ এক্সট্রিম সিরিজকে আরও জনপ্রিয় করে তুলতে এই বাইক আনা হচ্ছে দেশে। এটি হিরোর প্রথম 250 সিসি ইঞ্জিন চালিত নেকেড স্ট্রিটফাইটার বাইক হতে চলেছে। এতে পাওয়া যাবে ABS, ডিস্ক ব্রেক, TFT কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি এবং নেভিগেশন ফিচার্স।
এটি কোম্পানির প্রথম আধুনিক রেট্রো-লুকিং স্কুটার। গত বছর উৎসবের মরশুম চলাকালীন এটি লঞ্চ হওয়ার কথা থাকলেও তা করা হয়নি। এবার শোনা যাচ্ছে 2025 সালের প্রথম দিকে লঞ্চ হবে নতুন ডেস্টিনি।
2025 সালে দুটি Xoom মডেল আনতে পারে হিরো। একটি হল একটি 125 সিসি প্রিমিয়াম স্কুটার এবং অন্যটি 160 সিসি অ্যাডভেঞ্চার স্কুটার। এই দুটি স্কুটার আগেই উন্মোচন করা হয়েছিল। এবার শোনা যাচ্ছে 2025 সালে লঞ্চ হবে এই দুই মডেল। আশা করা হচ্ছে এই স্কুটার ভারতীয় বাজারে ভালো ছাপ ফেলতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.