Hero Vida Z
নতুন সিরিজের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে Hero MotoCorp। এর জন্য সম্প্রতি পেটেন্ট ফাইল করেছে কোম্পানি। জানা গিয়েছে, এই স্কুটারগুলি হল – Vida VX2, VX2 Pro এবং VX2 Plus। কোম্পানি ইলেকট্রিক টু হুইলার উৎপাদনকারী শাখা বা ব্র্যান্ড হল Vida। বর্তমানে, এই ব্র্যান্ডের অধীনে একাধিক স্কুটার বিক্রি করে হিরো। সেই লাইনআপে আরও কয়েকটি ভ্যারিয়েন্ট যোগ করার প্রস্তুতি শুরু করল কোম্পানি।
Hero Vida VX2 রেঞ্জের ইলেকট্রিক স্কুটার আসছে
গত বছর মিলান মোটরসাইকেল শো-এ Vida Z নামক ইলেকট্রিক স্কুটার উন্মোচন করেছিল হিরো। ইউরোপের বাজারকে মাথায় রেখে এটি আনা হয়েছিল। স্কুটারে রয়েছে একাধিক ব্যাটারি বিকল্প – ২.২ কিলোওয়াট আওয়ার এবং ৪.৪ কিলোওয়াট আওয়ার। রয়েছে উন্নত পাওয়ার ম্যাগনেট মোটর। তবে ভারতীয় বাজারে এই স্কুটার বা এই ফিচার্সযুক্ত টু হুইলার VX2 ব্যাজের অধীনে লঞ্চ হবে কি না তা এখনও স্পষ্ট নয়।
জল্পনা, পেটেন্ট যেহেতু জমা দেওয়া হয়েছে তাই আগামীদিনে এই স্কুটার দেখা যেতে পারে দেশের বাজারে। প্রসঙ্গত, স্কুটার ছাড়াও Vida ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনার প্রস্তুতি নিচ্ছে হিরো। এটি ২০২৫ সালের শেষের দিকে লঞ্চ হতে পারে। এটি যে তাদের পরিকল্পনা রয়েছে তা অনেকদিন আগেই জানা গিয়েছিল। কারণ গত বছর নভেম্বরে দুটি ইলেকট্রিক অ্যাডভেঞ্চার মোটরসাইকেল উন্মোচন করেছিল কোম্পানি।
একটি Lynx, আর একটি Acro। দুটি দু’ধরনের ক্রেতাদের জন্য ডিজাইন করা হয়েছে। Lynx যেখানে প্রাপ্তবয়স্কদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে, সেখানে Acro তরুণ ক্রেতাদের পছন্দকে বেশি অগ্রাধিকার দিয়েছে। ভারতের বাজারে কবে এই বাইকগুলি পা রাখে সেটাই এখন দেখার। এছাড়া রেঞ্জ, ব্যাটারি ক্যাপাসিটি ও ফিচার্স সম্পর্কিত কোনও তথ্য এখনও খোলসা করেনি হিরো মটোকর্প।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.