দেশের বাজারে Hero MotoCorp এর ইলেকট্রিক শাখা বা সাব ব্র্যান্ড Hero Vida। এই ব্র্যান্ডের অধীনে বর্তমানে ইলেকট্রিক স্কুটার বিক্রি করে থাকে কোম্পানি। এবার এক ধাপ এগিয়ে Vida ইলেকট্রিক বাইক আনতে চলেছে হিরো মটোকর্প। লঞ্চ হওয়ার আগে ফাঁস হয়েছে বাইকের ডিজাইন। ইভি টু হুইলার বাজারে দখল বাড়াতে কোম্পানির এটি একটি কৌশলগত পদক্ষেপ। এটি একটি অফ-রোড ইলেকট্রিক বাইক হবে বলে জানা গিয়েছে।
Hero Vida Off-Road ইলেকট্রিক বাইকের ছবি
কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণার আগেই, ইলেকট্রিক ডার্ট বাইকের একটি ডিজাইন পেটেন্ট অনলাইনে প্রকাশিত হয়েছে। যার সঙ্গে EICMA 2023-এ ব্র্যান্ড কর্তৃক প্রদর্শিত ইলেকট্রিক ADV মোটরসাইকেলের বেশ মিল রয়েছে। সেই সময়ে, ব্র্যান্ডটি এই বাইকগুলির নাম দিয়েছিল Lynx এবং Acro। এর মধ্যে, Lynx কনসেপ্টটি ছিল প্রাপ্তবয়স্কদের জন্য একটি ইলেকট্রিক ডার্ট বাইক। যেখানে Acro কনসেপ্টটি হল তরুণদের জন্য একটি ইলেকট্রিক লিনিয়ার ডার্ট বাইক।
ডিজাইনের পেটেন্টের কিছু ঝলক এটিকে তরুণদের জন্য তৈরি একটি ইলেকট্রিক বাইকের দিকে নির্দেশ করে। উদাহরণস্বরূপ, এটির সামনের প্রান্তে ঐতিহ্যবাহী ব্রেকিং সেটআপটি অনুপস্থিত বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, Lynx-এর সামনের প্রান্তে ট্র্যাডিশনাল ডিস্ক ব্রেক ছিল, কিন্তু Acro-তে ছিল না।
আশা করা হচ্ছে, বাইকটি খুব ছোট আকারের হবে। এতে একটি উঁচু হ্যান্ডেলবার, সেন্টার-সেট ফুটপেগ এবং একটি লম্বা ফ্ল্যাট সিট থাকতে পারে। তীক্ষ্ণ এবং মসৃণ নকশা সজ্জিত হতে চলেছে এই মডেল, যা ডার্ট বাইকের পরিচয় বহন করে। বাইকে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন আছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, বাইকটিতে অফ-রোড অ্যাডভেঞ্চারের জন্য ডিজাইন করা মোটা টায়ার থাকতে পারে।
বাইকটিতে একটি রিমুভেবেল ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এতে একটি ইলেকট্রিক মোটরও থাকবে, যা পিছনের চাকাকে শক্তি সরবরাহ করার জন্য একটি বেল্ট-ড্রাইভ সিস্টেম ব্যবহার করবে। আগামী দিনে বাইক সংক্রান্ত আরও স্পেসিফিকেশনের ইঙ্গিত দিতে পারে হিরো মটোকর্প।