হিরো মটোকর্প (Hero MotoCorp) তাদের ভিডা (Vida) ব্র্যান্ডের অধীনে বৈদ্যুতিক স্কুটার বিক্রি করে৷ আর আপনি যদি তাদের ইলেকট্রিক মডেল কিনতে চান, তাহলে ৪০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এইচটি অটোর প্রতিবেদন অনুযায়ী, ভিডা ভি২ (Vida V2) ইলেকট্রিক স্কুটিতে এত টাকার ছাড় পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবেন, অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই স্কুটার ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে এই অফার উপলদ্ধ। ফলে ক্রেতারা সরাসরি ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন। ক্যাশব্যাক, ব্যাঙ্কের অফার, ও ইএমআই ধরে এই বেনিফিট।
ভিডা ভি২ লাইট এই সিরিজের সবথেকে সস্তা বৈদ্যুতিক স্কুটার। এতে রয়েছে ২.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা ফুল চার্জে ৯৪ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। স্কুটারের সর্বোচ্চ গতি ৬৯ কিমি প্রতি ঘণ্টা। এতে রাইড ও ইকো নামের দুটি রাইডিং মোড উপলব্ধ। উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে ৭ ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে ও ব্লুটুথ কানেক্টিভিটি।
জানা গিয়েছে, এই স্কুটার যদি অনলাইনে অর্ডার করা হয় তবেই ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এটির দুটি বড় ভ্যারিয়েন্ট রয়েছে যার নাম ভিডা ভি২ প্লাস ও ভি২ প্রো। প্লাস মডেলে ৩.৪৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক উপস্থিত, যার রেঞ্জ ১৪৩ কিলোমিটার। অন্যদিকে, প্রো মডেলে রয়েছে ৩.৯৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যার রেঞ্জ ফুল চার্জে ১৬৫ কিলোমিটার।
কোম্পানির দাবি, এই স্কুটারের ব্যাটারি প্যাক বদলানো যায় এবং ৮০% চার্জ করতে সময় নেয় ৬ ঘণ্টা। প্লাস মডেলের সর্বোচ্চ গতি ৮০ কিমি প্রতি ঘণ্টা এবং প্রো মডেলের সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা। এই স্কুটার বাজারে একাধিক রঙে উপলব্ধ। ভিডা ভি২ এর ব্যাটারির উপর ৩ বছর ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি।
হিরো মটোকর্প জানিয়েছে, বর্তমানে ভারতের ২৫০টি শহরে তাদের ৩১০০টি ইভি চার্জিং স্টেশন রয়েছে। সেখান থেকে এই স্কুটার দ্রুত চার্জ করা যাবে। বাজারে এই বৈদ্যুতিক স্কুটারের মূল প্রতিদ্বন্দ্বী হল বাজাজ চেতক, টিভিএস আইকিউব, ওলা এস১ এবং এথার রিজতা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.